এতিম ছাত্রদের মাঝে উপহার বিতরণ

মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগ

| বৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২১ at ৬:২৫ পূর্বাহ্ণ

মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের সহযোগিতায় সমাজ সেবক আব্দুল্লাহ আল নোমানের উদ্যোগে গাউছিয়া তৈয়্যবীয়া হেফজখানা ও হযরত শাহ আমানু (রহ.) এতিমখানা ও হেফজখানার ছাত্রদের মাঝে তৈরি খাবার এবং মাদ্রাসার ছাত্রদের মাঝে এডিস মশার নিরোধক মশারি প্রদান করেন ২০নং দেওয়ানবাজার ওয়ার্ডের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী, রুমেল। সঞ্চলনায় ছিলেন এতিমখানার সুপার মাওলানা হেলাল উদ্দীন চিশতী। উপস্থিত ছিলেন আবছার উদ্দীন মির্জাখালী, আব্দুল্লাহ আল হারুন, মোহাম্মদ আরিফুল হক, মোহাম্মদ জহির উদ্দীন, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ মহিউদ্দীন, হিমেল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীকুইন্স ইনার হুইল ক্লাবের প্রজেক্ট পরিদর্শন
পরবর্তী নিবন্ধলেবাননের উদ্দেশে নৌবাহিনীর ৭৫ সদস্যের চট্টগ্রাম ত্যাগ