এডিস মশার বংশবিস্তার রোধে অভিযান, ৫ ভবন মালিককে জরিমানা

| শুক্রবার , ১৬ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০৩ পূর্বাহ্ণ

নগরীর দামপাড়া ও বেটারিগলি এলাকায় এডিস মশার বংশবিস্তার রোধে বিভিন্ন বাড়ির ছাদবাগান ও নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় কয়েকটি বাড়ির ছাদ বাগানের ফুলের টব ও নির্মাণাধীন ভবনের নীচে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ৫ ভবন মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে জমাট পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয় এবং ভবিষ্যতে পানি জমা থাকলে তা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার জন্য ভবন মালিকদের নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম সহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী। অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম দিনে অনুপস্থিত ১,৬৮৩ বহিষ্কার দুই পরীক্ষার্থী
পরবর্তী নিবন্ধমহামারীর শেষ দেখা যাচ্ছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা