এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় তার জন্মস্থান চন্দনাইশের কানাইমাদারী গ্রামবাসীর পক্ষে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে।আগামী ১৮ মার্চ (শনিবার) স্থানীয় ড. কর্নেল (অব.) অলি আহাম্মদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের মাঠে বিকেল ৩টায় কানাইমাদারীর সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গণসংবর্ধনাকে সফল করার লক্ষ্যে স্থানীয় স্কুলের হলে বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার আবু ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুল আলীম, মোহাম্মদ নাছির উদ্দিন, নুরুল ইসলাম, আবুল কালাম, আবদুল লতিফ, হাজী মোহাম্মদ এয়াকুব, মাস্টার আহমদ কবির, রশিদ আহম্মদ হিরু, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কায়সার হামিদ, আবু রাকিব চৌধুরী, আহম্মদ কবির চৌধুরী, মোহাম্মদ নেছার উদ্দিন চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।







