এটি যুদ্ধবিরতি নয় : রাশিয়া

| বৃহস্পতিবার , ৩১ মার্চ, ২০২২ at ১১:১৩ পূর্বাহ্ণ

তুরস্কের মধ্যস্থতায় শান্তি আলোচনার পর ইউক্রেনের রাজধানী কিয়েভ ও চেরনিহিভ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। মঙ্গলবার এ শান্তি আলোচনা হয়। এ বিষয়ে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউক্রেনের বিশ্বাস অর্জন করতে ও আলোচনা পরবর্তী ধাপে নিয়ে যেতে কিয়েভে হামলা চালানোর পরিকল্পনা থেকে সরে এসেছে রাশিয়া। খবর বাংলানিউজের।
মস্কো বলছে, তারা রাজধানী কিয়েভের চারপাশে এবং উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে তাদের সামরিক তৎপরতা কমিয়ে দেবে। এমন ঘোষণার পর অনেকেই ভাবছেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেমে গেছে বা দুই পক্ষের মধ্যে পুরোপুরি যুদ্ধবিরতির চুক্তি হয়েছে। ঘটনা কিন্তু তা নয়। বিষয়টি পরিষ্কার করে রাশিয়ার প্রধান প্রতিনিধি ভ্লাদিমির মেডেনেস্কি বলেন, কিয়েভে হামলা চালানো হবে না মানে এই নয় যে ইউক্রেনেই হামলা করা বন্ধ করে দেবে রাশিয়া। এটি কোনো যুদ্ধবিরতি নয়।
তিনি বলেন, এ দ্বন্দ্ব ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার যে ইচ্ছে আমাদের আছে এটি তারই অংশ। আমরা চাচ্ছি অন্তত এখানে দ্বন্দ্ব বন্ধ হোক। ইউক্রেনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আরও অনেক দূর পথ পাড়ি দিতে হবে।
৩ দেশের ১০ কূটনীতিককে বহিষ্কার : এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার ১০ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। এ তিন রাষ্ট্রকে বাল্টিক রাষ্ট্র বলা হয়

পূর্ববর্তী নিবন্ধইউক্রেন আহাম্মক নয় : জেলেনস্কি
পরবর্তী নিবন্ধমারিউপোলে রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণা