এখানে যুদ্ধ শেষ নয়

সালাম সৌরভ | শুক্রবার , ১১ ডিসেম্বর, ২০২০ at ৬:০০ পূর্বাহ্ণ

নিষ্পেষিত দারিদ্র্যতার কষাঘাতে গ্রাম ছাড়া কিশোরী,
নিশি তিমিরে প্রহর প্রলোভিত হওয়ার আগেই জেগে ওঠে এই পোশাক শ্রমিক।
জীবনের তাগিদে জীবন যুুদ্ধে জড়িয়ে ইটের পাঁজরে কারখানার চার দেয়ালে বন্দী,
উদয়ের পূর্ব হতে অস্তের শেষ অবধি
দেখেনি সে সূর্যের রশ্মি দিনের আলো।
এখানে যুদ্ধ শেষ নয়,
ইদানীং শকুনের চোখ পড়েছে এই নবগ্রহে,
কোথাথেকে উদিত হলো এই নক্ষত্র?

রক্তচোষা হিংস্র দানবগুলো হয়ে উঠেছে উম্মাদ ,
পাগলা কুকুরের বংশধর টেনেহিঁচড়ে সশ্রম লুটতে চায়।
নিদ্রাহীন কিশোরীর দুঃস্বপ্নের এক-একটি কালো রাত,
যেন সীমাহীন যুদ্ধের অসমাপ্ত পান্ডুলিপি।
চারিদিকে বিষাক্ত কার্বন ডাই অক্সাইডের কালো ধোঁয়া ছেয়ে গেছে,
একটু নিঃশ্বাস নেবার সুবাতাস অক্সিজেন যেন প্রকৃতির কাছে নেই।
ভয়ংকর দিনাতিপাত, যদি এসে যায় সুনামির পশ্চাতের কালো থাবা।

পূর্ববর্তী নিবন্ধসোনালী ধানে কৃষকের হাসি
পরবর্তী নিবন্ধপ্রফুল্ল রঞ্জন স্যারের অম্লান স্মৃতিগাথা