এখন শুরু হবে রাউজানকে ধূমপান ও মাদকমুক্ত করার অভিযান

রাউজান পৌরসভার অনুষ্ঠানে ফজলে করিম এমপি

রাউজান প্রতিনিধি | রবিবার , ৭ এপ্রিল, ২০২৪ at ১০:৪৮ পূর্বাহ্ণ

রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, তিনি এই পর্যন্ত যত কর্মসূচি হাতে নিয়ে কাজ করেছেন সব কর্মসূচি ছিল জনকল্যাণমূলক। এখন যে কর্মসূচি হাতে নেয়া হচ্ছে সেটি হচ্ছে ধূমপান ও মাদকের অভিশাপ থেকে আজকের প্রজন্মকে রক্ষা করার কর্মসূচি। এখন থেকে শুরু হবে ধূমপান ও মাদকমুক্ত করার অভিযান। এই লক্ষ্য অর্জন করে দেশের মধ্যে ধুমপান ও মাদকমুক্ত প্রথম উপজেলার স্বীকৃতি নিতে হবে রাউজান থেকে। গতকাল শনিবার তিনি রাউজান পৌরসভা আয়োজিত ধুমপান ও মাদকবিরোধী কর্মসূচিতে ডাকা এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি পৌরসভা এই কর্মসূচিতে টাঙানো সম্মতি গণস্বাক্ষর ব্যানারে স্বাক্ষর করেন।

উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, সহকারি কমিশনার ভূমি রিদোয়ানুল ইসলাম, ওসি জাহেদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, কামরুল হাসান বাহদুর, শাহজান ইকবাল, প্যানেল মেয়র বশির উদ্দিন খান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কাউন্সিলর সমির দাশ গুপ্ত, আলমগীর আলী, জানে আলম জনি, আজাদ হোসেন, দিলিপ চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ হোসেন কোম্পানী, মোহাম্মদ ইউনুছ প্রমুখ। এর আগে রাউজানের সংসদ সদস্য চেয়ারম্যান বাবুল মিয়াকে সাথে নিয়ে নোয়াপাড়া ও চেয়ারম্যান রোকন উদ্দিনকে সাথে নিয়ে পাহাড়তলীতে কমদামে মাংস, দুধ, ডিম বিক্রির কর্মসূচি উদ্বোধন করেন। তিনি এদিন উপজেলার ১৪ ইউনিয়ন ও পৌরসভার নয় ওয়ার্ডে প্রায় তিন হাজার নেতাকর্মীকে তিনি ঈদের উপহার প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ৫৫ হাজার হেক্টর জমিতে বোরোর আবাদ
পরবর্তী নিবন্ধঈদ আনন্দ সকল বৈষম্য ও ভেদাভেদ ভুলিয়ে দেয়