ঈদ আনন্দ সকল বৈষম্য ও ভেদাভেদ ভুলিয়ে দেয়

বস্ত্র বিতরণে আ জ ম নাছির উদ্দিন

| রবিবার , ৭ এপ্রিল, ২০২৪ at ১০:৪৮ পূর্বাহ্ণ

ঈসমাইলনুর জাহান ফাউন্ডেশনের উদ্যোগে নজির অহমদ চৌধুরী রোডস্থ আজিজ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। গতকাল শনিবার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ..ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ঝাউতলাজামালখানকদম মোবারকরহমতগঞ্জআন্দরকিল্লা মহল্লা সমিতির সভাপতি এ এম এম সাইফুদ্দীন, ফাউন্ডেশনের কোচেয়ারম্যান মোহাম্মদ শফি, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ হাবিব উল্লাহ।

উপস্থিত ছিলেন আশীষ কুমার ভট্টাচার্য, নুরুল আমিন মিয়া, রতন আচার্য্য, আবুল কালাম আজাদ, এম এ রাশেদ, মো. ইকরাম হাসান, মো. ইমরান ইনু, মো. তানভীর হাসান, সলিল চৌধুরী, সুলতানা সাবা, মো. ইয়াকুব, মো. জাহাঙ্গীর, এস এম নেছার, আরিফুর রহমান, এম এ সোহেল, মো. জাফর, মো. নাঈম আলী, জসীম উদ্দিন আরমান, অজয় চৌধুরী, মো. মামুন, মো. জসীম মঞ্জু প্রমুখ। প্রধান অতিথি বলেন, ঈদ মানে সকল বৈষম্য ভেদাভেদ ভুলে মানবতার জয়গান। বস্ত্র দান করা এবাদতের সমান। তিনি ঈদ আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএখন শুরু হবে রাউজানকে ধূমপান ও মাদকমুক্ত করার অভিযান
পরবর্তী নিবন্ধনির্বিচারে পাহাড় ও কৃষি জমি কাটা বন্ধ করতে হবে