এখন শুধুমাত্র স্মার্ট ফ্যামিলি কার্ডধারীই পাবেন টিসিবির পণ্য

নগরীতে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড পেয়েছেন ৬৬ হাজার, জেলায় ১ লাখ ৩২ হাজার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ১০:১৮ পূর্বাহ্ণ

জানুয়ারি থেকে বন্ধ হয়ে গেছে টিসিবির ট্রাকসেল (নগরীর ২০টি স্পটে ট্রাক থেকে যে কেউ টিসিবির কার্ড ছাড়া নিত্যপণ্য নিতে পারতেন) কার্যক্রম। এখন থেকে শুধুমাত্র নগরীর ৪১ ওয়ার্ডে ৪১ জন ডিলারের কাছে গিয়ে স্মার্টকার্ড ফ্যামিলি কার্ডধারীরাই টিসিবির নিত্যপণ্য নিতে পারবেন।

গত ডিসেম্বর পর্যন্ত টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি কার্ড ছাড়াও যে কেউ টিসিবির খোলা ট্রাক থেকে ন্যায্যমূল্যের পণ্য নিতে পারতেন। টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি যাদের কার্ড ছিলনা তারাও টিসিবি পণ্য পাওয়ার জন্য পুরো নগরীতে ৬০টি ট্রাকসেল পয়েন্ট নির্ধারণ করেছিল টিসিবি। চলতি জানুয়ারি থেকে তা বন্ধ হয়ে গেছে বলে জানান টিসিবি আঞ্চলিক কার্যালয় চট্টগ্রামের অফিস প্রধান (যুগ্মপরিচালক) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, জানুয়ারি থেকে শুধুমাত্র টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরাই (যাদেরকে টিসিবির স্মার্ট কার্ড দেয়া হয়েছে) টিসিবির ন্যায্যমূল্যের নিত্যপণ্য পাবেন। চট্টগ্রামে এখন পর্যন্ত মাত্র ১ লাখ ৯৭ হাজার ৯১৫ পরিবার স্মার্ট ফ্যামিলি কার্ড পেয়েছেন। তেল সংকটের কারণে এখনো জানুয়ারি মাসের টিসিবির নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়নি। মো. শফিকুল ইসলাম বলেন, তেল না পাওয়ায় এখনো উপজেলা পর্যায়ে ডিসেম্বরের কার্যক্রম (ডিসেম্বর মাসের পণ্য বিক্রি) শেষ করতে পারিনি। তেল পেলে জানুয়ারির কার্যক্রম শুরু করবো। জানুয়ারি থেকে আমরা চিনিও দেবো।

টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল কুদ্দুস বলেন, গত ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামে মোট ৫ লাখ ৩৫ হাজার৫০ পরিবার টিসিবির হাতে লেখা ফ্যামিলি কার্ডের পণ্য পেয়ে আসছিল এরমধ্যে চট্টগ্রাম মহানগরীতে ৩ লাখ ৩৫ হাজার ৫০ পরিবার এবং ১৫ উপজেলায় ২ লাখ পরিবার টিসিবির পণ্য পেয়ে আসছিল। এই ৫ লাখ ৩৫ হাজার ৫০টি ফ্যামিলি কার্ডের মধ্যে এখন পর্যন্ত যাচাইবাছাই করে ছবিসহ স্মার্ট ফ্যামিলি কার্ড করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৯১৫ টি। এরমধ্যে নগরীতে ৬৫ হাজার ৮৫২টি এবং জেলায় ১ লাখ ৩১ হাজার ৯১৫টি।

জানুয়ারি থেকে শুধুমাত্র এই ১ লাখ ৯৭ হাজার ৯১৫ জন স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবার টিসিবির ন্যায্যমূল্যের পণ্য পাবেন বলে জানান সহকারী পরিচালক আবদুল কুদ্দুস। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আছে যে পরিমাণ স্মার্ট কার্ড ইস্যু হয়েছেশুধুমাত্র তারাই টিসিবির পণ্য পাবেন। এর বাইরে আর কেউ পাবেন না। পরবর্তীতে আরো যাদের স্মার্টকার্ড ইস্যু হবে তারা পাবেন। স্মার্ট কার্ডের বাইরে এখন কাউকে দেওয়ার সুযোগ নেই।

জানুয়ারি থেকে নগরীর ৪১ ওয়ার্ডে টিসিবির নির্দিষ্ট ডিলারের দোকানে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরারা ডিলারের মোবাইলে নিজেদের কার্ড স্ক্যান করে তবেই পণ্য নিতে পারবেন। টিসিবির নতুন স্মার্ট ফ্যামিলি কার্ডগুলো অনেকটা ভোটার আইডি কার্ডের মত বলে জানান টিসিবি আঞ্চলিক কার্যালয় চট্টগ্রামের অফিস প্রধান (যুগ্ম পরিচালক) মো. শফিকুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধবিপিএল বরণে প্রস্তুত চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধএইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : আইইডিসিআর