এখন বিএনপি নিজেরাই হটে যাচ্ছে : তথ্যমন্ত্রী

| সোমবার , ১২ ডিসেম্বর, ২০২২ at ৭:২৯ পূর্বাহ্ণ

দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতেই বিএনপির এমপিরা পদত্যাগ করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, বিএনপির সর্বমোট সাতজন সংসদ সদস্য আছে। তারা বলেছিলসরকারের পদত্যাগ দাবি করবে, ১০ তারিখ সরকার হটিয়ে দেবে, এখন দেখা যাচ্ছে নিজেরাই হটে যাচ্ছে।

 

অর্থাৎ নিজেরাই পদত্যাগের ঘোষণা দিয়েছে। এই ঘোষণার মাধ্যমে প্রমাণিত হয়, তারা আসলে গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধ্যগ্রস্ত করতে চায়। এই পদত্যাগের মধ্য দিয়ে সংসদের কিংবা সরকারের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে বিএনপির। শনিবার গোলাপবাগের বহুল আলোচিত সমাবেশে পদত্যাগ করার ঘোষণা দেওয়ার পর পরদিন স্পিকারের দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন বিএনপির সংসদ সদস্যরা। এ দিন সকালে বগুড়া৭ আসনের জি এম সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ২ আসনের আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও৩ এর জাহিদুর রহমান, বগুড়া৪ আসনের মোশাররফ হোসেন এবং সংরক্ষিত নারী আসনের রুমিন ফারহানা সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেন। খবর বিডিনিউজের।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া২ আসনের উকিল আব্দুস সাত্তার অসুস্থতার কারণে এবং চাঁপাইনবাবগঞ্জ৩ এর হারুনর রশীদ বিদেশে থাকায় সংসদ ভবনে উপস্থিত না হলেও তাদের স্বাক্ষর সম্বলিত পদত্যাগপত্র স্পিকারের হাতে দেন দলীয় হুইপ রুমিন ফারহানা।

পূর্ববর্তী নিবন্ধছিনতাই কমবে কীভাবে
পরবর্তী নিবন্ধমার্চের মধ্যে খাল-নালার পানি চলাচলের পথ করে দিন