চট্টগ্রাম জেলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৩৪ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার বেড়ে হয়েছে ১ দশমিক ০৯ শতাংশ। এক সপ্তাহের মধ্যে এই সংক্রমণের সংখ্যা ও হার বেশি। এ সময়ে এক রোগীর মৃত্যু হয়। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে গতকালের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। খবর বাসসের।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, চৌদ্দ পরীক্ষা কেন্দ্রের মধ্যে একমাত্র ল্যাব এইড ছাড়া অবশিষ্ট তেরো ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে গতকাল বুধবার ১ হাজার ৮৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ২০ জনের মধ্যে শহরের বাসিন্দা ১৫ জন ও দুই উপজেলার ৫ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে পটিয়ায় ৩ জন ও হাটহাজারীতে ২ জন রয়েছেন। করোনায় শহরের আরো এক রোগী মৃত্যুবরণ করেন। ফলে মৃতের সংখ্যা এখন ১ হাজার ৩২২ জন। এতে শহরের বাসিন্দা ৭২২ জন ও গ্রামের ৬০০ জন।