এক রানের নাটকীয় জয়ে ফাইনালে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৯ জানুয়ারি, ২০২৪ at ৮:৪৬ পূর্বাহ্ণ

অনূর্ধ্ব১৯ নারী ত্রিদেশীয় টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ দল। গতকাল কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে ‘নাটকীয়ভাবে’ ১ রানে শ্রীলংকাকে হারিয়ে টানা তিন ম্যাচে জিতে ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব১৯ নারী দল।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তুলেন রাবেয়া ও আফিয়া আসিমা। পঞ্চম উইকেটে এ দুজন মিলে ৮১ বলে ৭০ রানের দারুণ জুটি গড়ে দলকে উদ্ধার করেন। আফিয়া ৪৬ বলে ৩১ রান করে ফিরলেও হাফ সেঞ্চুরি করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন রাবেয়া। রাবেয়া খান ৪০ বলে ৬টি চারের সাহায্যে ৫০ রান করে অপরাজিত থাকেন। আর সে সুবাধে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১১৪ রান করে বাংলাদেশ।

১১৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দুই শ্রীলংকান ওপেনার নেথামি পুর্না সেনারাত্না এবং দেউমি বিহানগা ভিজেরাত্নে ৫৬ রান যোগ করেন। ৩৪ বলে ৩০ রান করা দেউমি বিহানগা ভিজেরাত্নেকে স্টাম্পড করে ৫৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন রাবেয়া খান। ১৩ রান পর আরেক ওপেনার ৩৭ বলে ২৭ রান করা নেথামি পুর্না সেনারাত্নাকে বিদায় করেন আনিসা আক্তার। এরপর তৃতীয় উইকেটে ভিশমি গুনারত্নে এবং মানুডি ডুলানটচা মিলে চেষ্টা করেন দলকে টেনে নেওয়ার। ১৫ বলে ১৩ রান করা মালুডিকে ফেরান নিশিতা আকতার। এরপরও শ্রীলঙ্কার আশা বাঁচিয়ে রেখেছিলেন ভিশমি গুনারাত্নাকে। শেষ ওভারে ২৯ বলে ২৬ রান করা এই ব্যাটারকে ফিরিয়েই বড় বাধা দূর করেন জান্নাতুল। জয়ের উচ্ছ্বাসে ভাসে দল। শেষ ওভারে ৭ উইকেট হাতে রেখে শ্রীলঙ্কার দরকার ছিল ৯ রান। ইনিংসে তখনও পর্যন্ত বোলিং না করা জান্নাতুলের হাতে বল তুলে দেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। লেগ স্পিনার জান্নাতুল ৭ রান দিয়ে নেন একটি উইকেট। শেষ বলে হয় একটি রান আউট। টুর্নামেন্টে নিজেদের প্রথম তিন ম্যাচের সবগুলোই জিতল বাংলাদেশ। আর শ্রীলঙ্কাকে হারাল দুবারই। দারুণ ব্যাটিংয়ের পর বল হাতে ৪ ওভারে ১৮ রান দিয়ে একটি উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেন রাবেয়া খান। তিন ম্যাচেই ‘প্লেয়ার অব ম্যাচ ম্যাচ’ হলেন জাতীয় দলের এই লেগ স্পিনিং অলরাউন্ডার।

পূর্ববর্তী নিবন্ধপিকনিকের আয়োজনে হামলা, অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে নৈশ প্রহরীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা