রাউজানের পাশাপাশি দুটি ইউনিয়ন ডাবুয়া ও চিকদাইর ইউনিয়ন থেকে একই রাতে ১০টি গরু হয়েছে। ২৯ জুলাই শুক্রবার দিবাগত রাতে চারটি পৃথক খামার থেকে এসব গরু চুরি হয়। স্থানীয় জনসাধারণ অভিযোগ করে বলেছেন যেসব খামার থেকে গরু চুরি হয়েছে সেসব খামার থেকে চিকদাইর পুলিশ ফাঁড়ির দূরুত্ব এক থেকে দেড় কিলোমিটার । এলাকাবাসীর ধারণা গরু গুলো নেয়া হয়েছে ট্রাক অথবা পিকআপে উঠিয়ে। জানা যায় চুরি যাওয়া ১০টি গরুর মধ্যে চিকদাইর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আবুল কালামের চারটি, ডাবুয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পশ্চিম ডাবুয়ার মামুনুর রশিদের তিনটি, দিদারুল আলমের তিনটি। ক্ষতিগ্রস্তদের দাবি চুরি করে নিয়ে যাওয়া ১০টি গরুর বর্তমান বাজার মূল্য আনুমানিক ৬-৭ লাখ টাকা। উল্লেখ্য, আগে চলতি মাসে ডাবুয়া ইউনিয়নের তেলিপাড়া, কলমপতি, পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া, রাউজান ইউনিয়নের মোহাম্মদপুর গ্রাম থেকে অন্তত ১৫টি গরু চুরি হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে থানার এসআই (সেকেন্ড অফিসার) অজয় দেব শীল বলেন, শুক্রবার দিবাগত রাতে ১০টি গরু চুরি হয়েছে বলে লোকমুখে শুনেছি। তবে এ ব্যাপারে কেউ থানায় লিখিত বা মৌখিক অভিযোগ নিয়ে আসেনি। পুলিশ গরু চুরির ব্যাপারে খবরাখবর নিচ্ছে।