এক মাসে রপ্তানি আয়ে আরেকটি রেকর্ড

| সোমবার , ৩ জানুয়ারি, ২০২২ at ৬:১৯ পূর্বাহ্ণ

রপ্তানি আয়ের ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখে গেল ডিসেম্বরে আবার একক মাসে রেকর্ড ৪৯০ কোটি ডলারের বেশি পণ্য রপ্তানি হয়েছে; প্রবৃদ্ধি হয়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ৪৮ শতাংশের বেশি। গতকাল রোববার নতুন অর্থবছরের দ্বিতীয় দিন রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এমন সুখবরই দিয়েছে। প্রবৃদ্ধিতে বড় উল্লম্ফনের পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আয় এসেছে এ খাত থেকে। খবর বিডিনিউজের।
সদ্য সমাপ্ত বছরের সবশেষ মাস ডিসেম্বরে মোট ৪৯০ কোটি ৭৬ লাখ ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়েছে। ইপিবির তথ্য অনুযায়ী, এর চেয়ে বেশি আয় দেশে আসেনি আগে। এর আগে একক মাসে সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছিল সদ্যসমাপ্ত বছরের অক্টোবরে। ওই মাসে মোট পণ্য রপ্তানি হয়েছিল ৪৭২ কোটি ৭০ লাখ ৫০ হাজার ডলারের; প্রবৃদ্ধি ছাড়িয়েছিল ৬০ শতাংশের বেশি।
ইপিবির তথ্য বলছে, এর আগের মাস ২০২১ সালের সেপ্টেম্বরেও এক মাসে রেকর্ড পরিমাণ ৪১৬ কোটি ৫৪ লাখ ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়েছিল; প্রবৃদ্ধি হয়েছিল ৩৮ শতাংশ। এক মাসের রপ্তানি আয়ের হিসাবে রেকর্ড গড়া সেপ্টেম্বর ও অক্টোবরের পর নভেম্বরে পণ্য রপ্তানি হয় ৪০৪ কোটি ডলারের।
সবশেষ তিন মাসের চাঙ্গা রপ্তানি আয়ের ওপর ভর করে চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম ছয় মাসে রপ্তানিও বেড়েছে অনেক, মোট আয় হয়েছে দুই হাজার ৪৬৯ কোটি ৮৫ লাখ ডলার। ২০২০-২১ অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানি হয়েছিল এক হাজার ৯২৩ কোটি ৩৪ লাখ ডলারের পণ্য। সেই হিসাবে এ সময়ের সার্বিক প্রবৃদ্ধি ২৮ দশমিক ৪১ শতাংশ।
গতকাল ইপিবি থেকে প্রকাশিত তথ্যে দেখা যায়, গত ডিসেম্বর মাসে ৪৯০ কোটি ৭৬ লাখ ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়েছে। এ মাসে ৩৯১ কোটি ২০ লাখ ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল। ঠিক এক বছর আগের ডিসেম্বর মাসে রপ্তানি হয়েছিল ৩৩০ কোটি ৯৮ লাখ ডলারের পণ্য। এর মানে হচ্ছে গেল ডিসেম্বরের রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে ২৫ দশমিক ৪৫ শতাংশ এবং আগের বছরের একই মাসের তুলনায় ৪৮ দশমিক ২৭ শতাংশ বেড়েছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ১৪৪ ধারা জারি