স্বর্ণবার চোরাচালান মামলায় এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আরিফ মঈন উদ্দিন (পলাতক) নামের ওই ব্যক্তি হাটহাজারী উপজেলার আলিপুর এলাকার মাওলানা হাবিবুর রহমানের ছেলে। গতকাল চট্টগ্রামের মহানগর দায়রা জজ জেবুন্নেছা এই রায় ঘোষণা করেন।
মহানগর পিপি আবদুর রশিদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলার ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এই রায় ঘোষণা করেছেন।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি স্বর্ণবার চোরাচালানের অভিযোগে আরিফ মঈন উদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম বিমানবন্দর সার্কেলের শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা বিধান কুমার সরকার মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, দুবাই থেকে শাহ আমানত বিমানবন্দরে আসা একটি ফ্লাইটের যাত্রী ছিলেন আরিফ মঈন উদ্দিন। তল্লাশি করলে তার ব্যাগ থেকে ১২টি স্বর্ণবার উদ্ধার করা হয়। ব্যাগে থাকা একটি টর্চলাইটের ভেতরে বিশেষ কায়দায় তিনি বারগুলো দুবাই থেকে নিয়ে আসেন।