এক বিজ্ঞাপনে ১৭০ জন!

| মঙ্গলবার , ৬ জুলাই, ২০২১ at ৫:২৩ পূর্বাহ্ণ

শরাফ আহমেদ জীবন একজন নির্মাতা। তবে দর্শকদের কাছে তিনি এখন অভিনেতা হিসেবে পরিচিত। ব্যাচেলর পয়েন্টের বোরহান হিসেবেই পরিচিতির ব্যাপ্তিটা ছড়িয়ে পড়েছে।
অভিনয় শখের হলেও নির্মাণ কাজ থেমে নেই। এবার জীবন আকাশ ডিটিএইচের আরেকটি নতুন বিজ্ঞাপন নির্মাণ করলেন। এবারের বিজ্ঞাপনে নেই কোনো তারকা। তবে বিজ্ঞাপনে আছে গল্প। নির্মাতা বললেন, গল্পই এই বিজ্ঞাপনের তারকা।
সমপ্রতি বিশাল আয়োজনে রাজধানীর মেরাদিয়ায় শুটিং করলাম। এবারের বিজ্ঞাপনে ১৭০ জন কলাকুশলী অংশ নিয়েছেন। পরিচালক বললেন, এবারের বিজ্ঞাপনের গল্পটিও দর্শকদের পছন্দ হবে। মেরাদিয়ায় শুটিং করলাম। এবারের বিজ্ঞাপনে ১৭০ জন কলাকুশলী অংশ নিয়েছেন। পরিচালক বললেন, এবারের বিজ্ঞাপনের গল্পটিও দর্শকদের পছন্দ হবে।

পূর্ববর্তী নিবন্ধচার বছর পর প্লে-ব্যাক
পরবর্তী নিবন্ধফিরলেন কাজল