সীতাকুণ্ডের ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কে কাভার্ডভ্যান ও কারের মুখোমুখি সংঘর্ষে রাইসুল হাসান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সায়েম চৌধুরী (২৬) নামের আরেকজন আহত হন। গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ছলিমপুর ইউনিয়নের পাক্কার মাথা সাগর উপকূলে জেলেপাড়া সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে। পুলিশ রাইসুল হাসানের লাশ উদ্ধার করেছে। নিহত রাইসুল হাসান চাঁদপুর জেলার কচুয়া থানার কাদলা ইউনিয়নের ডক্টর মহিউদ্দিন খান আলমগীর বাড়ির মৃত সরওয়ার উদ্দিন খানের পুত্র। তিনি দীর্ঘদিন পরিবার নিয়ে নগরীর আগ্রাবাদ মোগলটুলি এলাকায় বসবাস করতেন।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, রাইসুল হাসান বন্ধুকে নিয়ে ব্যক্তিগত কারে চড়ে পতেঙ্গা সৈকতের দিকে যাচ্ছিল। এরই মধ্যে সকাল সাড়ে আটটার দিকে তাদের ব্যক্তিগত কারটি পাক্কারমাথা জেলেপাড়ার সেতু এলাকায় পৌঁছালে বন্দর থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর কারের দরজা ভেঙে গাড়ির ভেতর থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত যুবককে চমেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।