এক বছর পর টেস্ট মিশন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলার প্রত্যয় মোমিনুল-সাকিবদের

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:৪৯ পূর্বাহ্ণ

প্রায় এক বছর পর আবার টেস্ট ক্রিকেট খেলতে নামছে বাংলাদেশ দল। ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি নিজেদের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট ক্রিকেটে খেলতে নেমেছিল টাইগাররা। প্রায় এক বছর পর আবার টেস্ট ক্রিকেটে ফিরছে টাইগাররা। ২০২০ সালটা চলে গেছে করোনার আক্রমণে। যদিও সে সময় বছরের শেষের দিকে ঘরোয়া দুটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। তবে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে গত মাসে। আর সে ফেরাটা হয়েছে দুর্দান্ত। ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করার সুখ স্মৃতি নিয়ে এবার টেস্ট আঙ্গিনায় ফিরছে বাংলাদেশ। আর টেস্ট ক্রিকেটেও বাংলাদেশ ফিরছে সাকিবকে সঙ্গে নিয়ে। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়ানডে সিরিজে দারুণ খেলা সাকিবকে নিয়ে টেস্ট সিরিজেও ভালো করার প্রত্যাশা টাইগার শিবিরের। ওয়ানডে অধিনায়ক হিসেবে তামিমের শুরুটা হয়েছে দুর্দান্ত। তবে টেস্ট অধিনায়ক হিসেবে মোমিনুল নতুন নন। তবে তামিম এবং মোমিনুলের একটা জায়গায় মিল রয়েছে। তা হচ্ছে তামিমের মতো মোমিনুলও পুরো শক্তির দল নিয়ে টেস্ট সিরিজে নামতে পারছে। যেখানে সবচাইতে বড় প্রেরণার নাম সাকিব আল হাসান। যদিও গত কয়দিন সাকিবকে নিয়ে বেশ উৎকন্ঠা ছিল। কুচকির ইনজুরির কারণে সাকিব প্রথম টেস্টে খেলতে পারবে কিনা তা নিয়ে সংশয় ছিল। তবে শেষ পর্যন্ত প্রথম টেস্টেই মাঠে নামছে সাকিব। আর তাতেই যেন বেশ চাঙ্গা স্বাগতিক শিবির। গত ২৫ জানুয়ারি ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর থেকে বেশ কঠোরভাবে নিজেদের ঝালাই করে নিচ্ছে টাইগাররা। কারণ ওয়ানডে সিরিজের মতো টেস্ট সিরিজেও নিজেদের শ্রেষ্টত্ব বজায় রাখা।
বাংলাদেশ দলের অধিনায়কও মনে করছেন তাদের জয় দিয়ে টেস্ট সিরিজ শুরু করা উচিত। যদিও ক্যারিবীয়দের টেস্ট দল বেশ শক্তিশালী। তবে মোমিনুল হকের দলের সামর্থ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতার। আর সে লক্ষ্যেই মাঠে নামতে প্রত্যয়ী বাংলাদেশ। ২০১৮ সালের নভেম্বর-ডিসেম্বরে সবশেষ বাংলাদেশ সফরে আসা ওয়েস্ট ইন্ডিজ দল ফিরেছিল হোয়াইট ওয়াশ হয়ে। সে দলটি ছিল ওয়েস্ট ইন্ডিজের পূর্ণ শক্তির দল। তাই অনেক প্রেরণা নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মিশনে। লম্বা সময় বাংলাদেশ টেস্ট ক্রিকেট না খেললেও ওয়েস্ট ইন্ডিজ করোনাকালেও খেলেছে একাধিক সিরিজ। ফলে টেস্ট ক্রিকেটের মেজাজে রয়েছে ক্যারিবীয়রা। তারপরও বাংলাদেশ শুরুটা করতে চায় একেবারে নতুনরূপে।
আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ স্পিন দিয়ে। এবারের সিরিজেও পরিকল্পনা সেই স্পিনারদের ঘিরে। যদিও দলে রাখা হয়েছে পাঁচজন পেস বোলারকে। অবশ্য চারজন স্পিনার রয়েছে দলে। সাকিবের নেতৃত্বে তাইজুল, মিরাজ এবং নাঈমরা নিজেদের প্রস্তুত করে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ বধে। যদিও ওয়ানডে সিরিজে ব্যাটসম্যানদের তুলনায় বোলাররা একটু এগিয়ে ছিল। তবে টেস্ট সিরিজে ব্যাটসম্যনারাও নিজেদের সেরাটা দিতে চায়। ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হলে সবাইকে নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে মাঠে। অধিনায়কের সে মন্ত্র যেন অনুধাবন করতে পারছে ক্রিকেটাররা। ক্রিকেটারদের অনুশীলনের শরীরি ভাষাও যেন বলে দিচ্ছিল সিরিজ জিততে চায় তারা। যদিও মাঠের লড়াইটা আসল কথা। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে আজ সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি।

পূর্ববর্তী নিবন্ধগ্রেপ্তার দেখানো হলো জি কে শামীমকে
পরবর্তী নিবন্ধনগর বিএনপির থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত