এক পরিবারের ৮ জনকে ৫ মাসের কারাদণ্ড

ঋণখেলাপি মামলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২১ নভেম্বর, ২০২২ at ৬:৫৩ পূর্বাহ্ণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আগ্রাবাদ শাখার ৮ কোটি ৯১ লাখ টাকা খেলাপী ঋণ আদায়ের মামলায় নগরীর উত্তর কাট্টলীর কালিহাট এলাকার মেসার্স আলম এন্টারপ্রাইজের মালিক মো. জাহাঙ্গীর আলমসহ তার পরিবারের আটজনকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বাকীরা হলেন, তাঁর মা মরিয়ম বেগম, ভাই মো. ইউনুছ মিয়া, মো. ইদ্রিস মিয়া, মো. আবু তৈয়ব, মো.তারেক আজিজ, বোন শাহনাজ আকতার ও লাকী আক্তার। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, ২০১১ সালে মেসার্স আলম এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর আলমসহ কারাদণ্ড প্রাপ্তদের বিরুদ্ধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আগ্রাবাদ শাখা অর্থঋণ মামলাটি দায়ের করে।

পূর্ববর্তী নিবন্ধব্যাংকগুলোতে পর্যাপ্ত অর্থ আছে : এবিবি
পরবর্তী নিবন্ধদামপাড়ায় নির্মাণাধীন ভবনে আগুন