সময়গুলো উড়ে আকাশে মেঘ হয়ে,
কখনো শান্ত হালকা মেঘ হয়ে, কখনোবা দুরন্ত স্বভাবে ছুটতে থাকে।
আমি ছুঁতে চাই, কিন্তু ছুঁতে গেলেই হাওয়ায় মিলিয়ে যায় …
আমি শুধু চেয়ে থাকি বিষণ্ন স্বরে হাত বাড়িয়ে,
কটকটে বিষাদের ছাপ স্পষ্ট হয়ে যায় আমার চাহনিতে,
আমাকে কেউ এক টুকরো মেঘ দেবে?
আমি মেঘ ছুঁবো ঐ আকাশের সীমানায়
কেউ দিবেনা, কারো কাছে এই আবদারের নেই ঠিকানা,
জানালার কাছে বসে ফ্যালফ্যাল করে মেঘের সাথে কথা হয় রোজ,
সে বলে আমারও সময় নেই,
আচ্ছা মেঘনাদ পারবে বৃষ্টি হয়ে ঝরতে?
মেঘ ছুঁতে না পারি তোমার বৃষ্টির রূপে নাহয় ভিজবো কিছু সময়,
মনের সব কথা বলে আমি নিবো তৃপ্তির শ্বাস,
আকাশের সীমানায় না হোক,
বসুন্ধরায়, অথবা টিনের চালার ধারায় না হয় তোমাকে ছুঁবো।
বিষাদের ছাপ যাবে মিলিয়ে, বৃষ্টির কতায় কতায় পূর্ণ হবে,
মেঘ ছুঁতে না পারার আফসোস।
বৃষ্টিস্নাত আমি, সকল অভিমান
পুষিয়ে নেবো একপশলা বৃষ্টিতে।
বিষণ্নতার দীর্ঘশ্বাস ছেড়ে মুচকি হেসে
তোমাকে করবো আলিঙ্গন নব নব সাজে।
মেঘ ছুঁতে না পারি বৃষ্টি ছুঁবো।
একটুকরো মেঘের বদলে একপশলা বৃষ্টি হয়েই ঝড়ো।