একুশ আশা, মায়ের ভাষা -একুশ অহংকার /একুশ’ ভাইয়ের রক্তে ভেজা শহীদের মিনার । ঝিলে ফোটা শাপলা-শালুক ভাটিয়ালির সুর / গীতবিতান, অগ্নিবীণা ‘মা’ ডাক সুমধুর। একুশ তুমি প্রভাতফেরি পলাশ রাঙা ভোর/ সাদাকালোয় ছেয়ে থাকা শোকার্ত শহর। একুশ মানে দৃপ্ত শপথ শাণিত স্লোগান /বিপ্লবী উদ্যান তুমি রাখতে দেশের মান। আলপনা আঁকা পায়ে চলা পথ আমার দেশের গান। শ্রদ্ধাভরে স্মরি তোমাদের যাঁরা দিয়ে গেছ প্রাণ।