একুশ

নূর নাহার নিপা | বুধবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:১০ পূর্বাহ্ণ

একুশ আমার কথার বাগান
একুশ আমার সবুজ ছায়া,
একুশ আমার সূর্য রাঙা
অপূর্ব এক ভোরের মায়া।

একুশ আমার ভোরের পাখি
কিচির মিচির সুর -কলরব,
একুশ আমার মায়ের হাসি
প্রভাতফেরীর রঙিন উৎসব।

একুশ আমার লাল সবুজের
উড়তে থাকা বিজয় নিশান,
একুশ আমার বিশ্বজয়ের
অর্পূব এক জমকালো গান।

একুশ আমার ছন্দ ও গান
একুশ আমার রূপ – কবিতা,
একুশ আমার আকাশ জুড়ে
জ্বলতে থাকা এক সবিতা,

একুশ আমার সবটা জুড়ে
ফুটে থাকা চেতনার ফুল,
একুশ আমার বিজয়ের বীজ
একুশ হলো মুক্তির মূল।

একুশ আমার একুশ তোমার
একুশ হল সব বাঙালির,
একুশ শেখায় নত যেন
হয়না কভু উন্নত শির।

পূর্ববর্তী নিবন্ধএকুশ আমার
পরবর্তী নিবন্ধআগুনঝরা ফাগুন মাসে