নগ্ন পায়ে প্রভাতফেরি
হলুদ গাঁদাফুলে,
ছেয়ে আছে শহিদ মিনার
ইশকুলে-ইশকুলে।
খোকনসোনা কণ্ঠে তোলে
বাংলা ভাষার গান,
সে গান শুনে খাড়া থাকে
দোয়েল-শ্যামার কান।
জুঁই-চামেলি-চম্পা-বকুল
উঠছে দুলে ওই,
একুশমেলায় কইছে কথা
বর্ণমালার বই।
বইয়ের গন্ধ শুঁকে পাঠক
তাকায় ডানে-বামে,
কাব্য-ছড়া পড়ে কবি
মঞ্চ থেকে নামে।
একুশ তুমি শহিদ ভায়ের
আত্মত্যাগের ফল,
তাইতো মায়ের ভাষায় কথা
কইছি অনর্গল।