আজকাল প্রতিটি বিষয়ে কোচিং/ প্রাইভেট পড়তে হয়, যেটা আপনি প্রাইভেট/ কোচিং পাড়া খ্যাত চকবাজারের আশেপাশে দেখবেন। কিছুদিন আগে দেখলাম বাংলা বিষয়ের একটি ব্যানার। আবার প্রেকটিক্যাল বিষয়ের ছবি এঁকে দেবার বিজ্ঞাপন। তবে সবচাইতে আশ্চর্য হয়েছি চন্দনপুরায় চট্টগ্রাম কলেজ গেইট (পূর্ব গেইট) সংলগ্ন জনৈক অধ্যাপক সাহেবের একটি নেইম প্লেট দেখে। নেইম প্লেটটি একটি খাম্বার সাথে যুক্ত। এতে লেখা রয়েছে “অধ্যাপক……..। উনার ডিগ্রী এবং উনি রসায়ন বিভাগের একজন শিক্ষক। এরপরে লিখেছেন ‘বোর্ড পরীক্ষক’। এর মাধ্যমে উনি কি বোঝাতে চেয়েছেন আশা করি সবাই বুঝতে পেরেছেন। এভাবে প্রাইভেট পড়ার প্রতি আগ্রহ বাড়ানোর যে নতুন পদ্ধতি উনি আবিষ্কার করেছেন সে জন্য তাঁর বুদ্ধিমত্তার প্রশংসা করতে হয়। যেহেতু উনি বোর্ড পরীক্ষক সেহেতু সবাই উনার নিকট যাতে প্রাইভেট পড়েন সেটাই উনার কাম্য। ধন্যবাদ স্যার এমন অভিনব কায়দা আবিষ্কার করায়, জয়তু স্যার।
রহমান, চন্দনপুরা চট্টগ্রাম।