শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতা বৃদ্ধি, মানসিক প্রস্তুতি এবং স্মার্ট স্টাডি কৌশল বিষয়ে বিশেষ দিকনির্দেশনামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে চন্দনাইশ উপজেলার কানাইমাদারী ইসলামিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদরাসার উদ্যোগে মাদরাসা হলরুমে এই সেশনটি সম্পন্ন হয়। “Session on Terget A+ for Dakhil Examination 2026: Unlock Your Board Exam Potential Activites”. সেশন অন টার্গেট এ প্লাস ফর দাখিল এক্সামিনেশন ২০২৬: আনলক ইউর বোর্ড এঙাম পটেনশিয়াল আ্যকটিভিটিস শীর্ষক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি আল্লামা অধ্যক্ষ মুফতি মুহাম্মদ হারুনুর রশিদ আশরাফী (মা.জি.আ)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন– চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এডভোকেট মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, দাখিল শিক্ষার্থীদের মানসম্মত প্রস্তুতির জন্য শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের দিকনির্দেশনামূলক প্রোগ্রাম শিক্ষার্থীদের মূলধারার শিক্ষায় আরও আত্মবিশ্বাসী করে তোলে। অনুষ্ঠানের কী–স্পিকার ছিলেন অনলাইন মাদরাসার প্রতিষ্ঠাতা ও সিইও মাজেদুল ইসলাম সিফাত।
অনুষ্ঠানে বিষয়ভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শিক্ষার্থী মুহাম্মদ সাইদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাশেদুল ইসলাম এবং ইনস্ট্রাক্টর মিরাজুর রহমান মাসুক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হযরত মাওলানা অধ্যক্ষ মুহাম্মদ মনছুরুল আলম, হযরত মাওলানা অধ্যক্ষ মুহাম্মদ মোরশেদুল হক আনোয়ারী, হযরত মাওলানা মুহাম্মদ আজিজুল্লাহ, মুহাম্মদ জহুরুল ইসলাম।
ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য জিএম শাহাদত হোসাইন মানিকের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় বক্তব্য রাখেন, এম.এ ছবুর, মুহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ আলম, মুহাম্মদ ফরহাদ হোসেন রনি, মুহাম্মদ মীর কাশেম, মাওলানা মুহাম্মদ মিজানুল হক, মাস্টার মুহাম্মদ জাকির হোসাইন, মাওলানা মুহাম্মদ রুহুল আমিন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ মাহমুদুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আবুল হোসাইন কাতেবী, মাওলানা মুহাম্মদ আনোয়ারুল আজিম, আমেনা খাতুন, মাওলানা মুহাম্মদ সাইফুদ্দীন, মুহাম্মদ সমির উদ্দীন, মুহাম্মদ আবদুল হাকিম কুতুবী, মাস্টার মুহাম্মদ আবদুর রহিম, মাস্টার রশিদ আহমদ, মুহাম্মদ মুহিবুল্লাহ, মুহাম্মদ মহিউদ্দীন, মুহাম্মদ ফোরকান, পিংকি আকতার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












