একাউন্ট খোলার দিনই শত কোটির ঋণের আবেদন, পরদিনই অনুমোদন

ন্যাশনাল ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে অর্থঋণ আদালতের সুপারিশ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ মে, ২০২৩ at ৭:১৫ পূর্বাহ্ণ

একই দিনে সিডি একাউন্ট খোলা এবং ১০০ কোটি টাকার ঋণ চেয়ে আবেদন। পরদিনই তা অনুমোদন। ১০ দিনের মধ্যে তা বিতরণও করা হয়। কোনো রকম জামানত ছাড়াই বিশাল অংকের এ ঋণ প্রদান করতে যাচাই করা হয়নি ব্যবসায়িক সম্ভাব্যতাও। এতে ট্রাস্টি অব পাবলিক মানি হিসেবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে ন্যাশনাল ব্যাংক। সীতাকুণ্ডের গ্রান্ড ট্রেডিং এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ চারজনের বিরুদ্ধে বিশাল অংকের খেলাপি ঋণ আদায়ের দাবিতে ব্যাংকটির খাতুনগঞ্জ শাখার দায়ের করা একটি মামলার রায়ে উঠে এসেছে এ তথ্য। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ রায় ঘোষণা করেন। রায়ে ন্যাশনাল ব্যাংকের তৎকালীন এঙিকিউটিভ কমিটি ও ব্যবস্থাপনা পরিচালকসহ দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধানপূর্বক ব্যবস্থা গ্রহণ করতে দুদদকে সুপারিশ করেছেন আদালত। একই সাথে এ সংক্রান্ত আদেশের কপি দুদক চেয়ারম্যানের কাছে প্রেরণ করতেও বলা হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সীতাকুণ্ডের গ্রান্ড ট্রেডিং এন্টারপ্রাইজ, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. মোয়াজ্জেম হোসেনসহ চারজনের বিরুদ্ধে গত বছরের ১ ডিসেম্বর অর্থঋণ মামলাটি দায়ের করে ন্যাশনাল ব্যাংক খাতুনগঞ্জ শাখা। নানা ধাপ পেরিয়ে আজকে (গতকাল) রায় দিয়েছেন বিচারক। রায়ে ষাট দিনের মধ্যে মুনাফা ও আদালতের খরচসহ ১৭৫ কোটি টাকা পরিশোধ করতে ব্যবসা প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় নিয়ম অনুযায়ী ব্যাংক কর্তৃপক্ষ জারি মামলা দায়ের করে উক্ত ঋণ আদায় করবে, এটাই নিয়ম। তিনি আরো বলেন, রায়ে আদালত বলেছেন, ২০১৮ সালের ২৭ ডিসেম্বর সিডি একাউন্ট খোলে গ্রান্ড ট্রেডিং এন্টারপ্রাইজ এবং সেদিনই ১০০ কোটি টাকা ঋণ চেয়ে আবেদন করছিল। পরদিন ব্যাংক কর্তৃপক্ষ তা অনুমোদন দিয়ে দেয়। ১০ দিনের মধ্যে তা বিতরণও করা হয়। এ বিষয়ে রায়ে আদালত বলেছেন, ঋণের বিপরীতে জামানত না দেওযা সত্ত্বেও প্রতিষ্ঠানটিকে দুই মাসের মধ্যে আরো ১৫ কোটি টাকার ঋণ দেওয়া হয়। সব মিলে মুনাফাসহ বর্তমানে ঋণের পরিমাণ দাড়িয়েছে ১৭৫ কোটি টাকারও বেশি। এসব ঋণের পুরোটাই এখন পর্যন্ত খেলাপি পড়ে রয়েছে। কোনো টাকাই পরিশোধ হয়নি। এ অবস্থায় আদালত রায় ঘোষণা করে উক্ত ঋণ পরিশোধ করতে আদেশ দিয়েছেন। পাশাপাশি ঋণ প্রদানের সময়ের ন্যাশনাল ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে সুপারিশ করেছেন বিচারক। ব্যাংকিং নিয়ম লঙ্ঘন করে উক্ত ঋণ বিতরণ করা হয়েছিল বলেও রায়ে উল্লেখ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে নিখোঁজের ২০ ঘণ্টা পর মিলল বেসরকারি ভার্সিটির ছাত্রের লাশ
পরবর্তী নিবন্ধকলাপাতা কাটায় মারধরে গৃহবধূর মৃত্যু