একসঙ্গে এসএসসিতে এ প্লাস পেলেন বাবা-ছেলে

| মঙ্গলবার , ২৯ নভেম্বর, ২০২২ at ৯:১৫ পূর্বাহ্ণ

 

লেখাপড়ার কোনো বয়স নেই। তাই প্রমাণ করেছেন মো. এখলাস উদ্দিন নয়ন নামে (৪৫) এক ব্যক্তি। এবার ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষায় পাস করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। নয়ন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি পাশের জেলা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মগরাই আদর্শ কারিগরি ইনস্টিটিউট থেকে এবার জিপিএ৫ পেয়েছেন। তার ছেলে মোহাম্মদ রায়হানও (১৭) পেয়েছে জিপিএ৫। সে গৌরীপুর টেনকিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। খবর বাংলানিউজের।

গতকাল সোমবার বিকেল পৌনে ৫টার দিকে গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি এখলাস উদ্দিন নয়নকে শুভেচ্ছা জানিয়ে বলেন, লেখাপড়ার কোনো বয়স নেই, নয়ন তা প্রমাণ করেছেন। এখন তিনি সুন্দর সমাজ গঠনে আরও বেশি ভূমিকা রাখতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধহোটেল আগ্রাবাদের প্ল্যাটিনাম কার্ড উন্মোচন
পরবর্তী নিবন্ধফুটপাত দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টি ১০ ব্যক্তিকে জরিমানা