চট্টগ্রাম রেলস্টেশন এলাকা থেকে ট্রেন পরিচালক (গার্ড) ইমরুল কায়েসকে গাঁজা পাচারের অভিযোগে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পশ্চিম বিভাগ। এ সময় সোহেল নামে তার এক সহযোগীকেও আটক করা হয়েছে। ঘটনার দিন সিএমপির পক্ষ থেকে এ বিষয়ে ‘কিছু জানে না’ বলে জানালেও গতকাল ডিবির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) আলী হোসেন স্বীকার করেছেন, শনিবার সন্ধ্যা ৭টার দিকে পুরাতন রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, কুমিল্লা থেকে আসা মো. সোহেল নামে এক ব্যক্তিকে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রেন পরিচালক ইমরুল কায়েসকে আটক করা হয়।
উপ-পুলিশ কমিশনার (ডিবি পশ্চিম) মুহাম্মদ আলী হোসেন বলেন, গাঁজা পাচারের অভিযোগে ইমরুল কায়েসকে আটক করা হয়েছে। ইমরুল কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা ক্রয় করে বেশি দামে নগরীতে বিক্রি করতেন। দীর্ঘদিন যাবত ট্রেন চালানোর আড়ালে গাঁজা পাচার করতেন।
তিনি জানান, শনিবার নগরীর চৈতন্য গলি কবরস্থানের রাস্তার বিপরীতে ফারুকের চা দোকানের সামনে সোহেল নামে এক ব্যক্তিকে ইমরুল দুই কেজি গাঁজা বিক্রি করতে দেন। সোহেলকে আটকের পর ডিবির টিম ওত পেতে থাকে। পরে ইমরুল গাঁজা বিক্রির টাকা নিতে এলে তাদের দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার রেলওয়ে স্টেশন থেকে ডিবি পরিচয়ে ইমরুল কায়েস নামে এক ট্রেন পরিচালককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। তিনি নাজিরহাটগামী ডেমু ট্রেন পরিচালনা করতেন।