একদিনে সড়কে প্রাণ গেল ২২ জনের

মানিকগঞ্জে একই পরিবারে নিহত ৬

| শনিবার , ৫ ডিসেম্বর, ২০২০ at ৫:৪৬ পূর্বাহ্ণ

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছয় জন, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সাতজন, রাজধানীর যাত্রাবাড়ীতে একজন, নরসিংদীর শিবপুর উপজেলায় একজন, ভোলার সদর উপজেলায় একজন, নাটোরের সদর উপজেলায় একজন, বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় একজন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা একজন, মাগুরা রামনগরে দু’জন ও মাগুরার রাজাপুরে একজন। গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। খবর বাংলানিউজের।
টাঙ্গাইল : সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ইচাইল এলাকায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন ছয়জন। নিহতদের মধ্যে রয়েছেন ট্রাকের হেলপার রংপুরের পীরগঞ্জ উপজেলার শমসের হাট গ্রামের মো. রতন মিয়ার মিয়ার ছেলে মো. চুন্নু (৩২), একই উপজেলার ধলনাকান্দি গ্রামের জয়নাল হোসেনের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৪), একই গ্রামের পারভেজ আলীর ছেলে সিরাজুল ইসলামের (৬১) নাম জানা গেছে। বাকি তিন জনের নাম-পরিচয় জানা যায়নি।
মানিকগঞ্জ : দুপুরে মানিকগঞ্জের দৌলতপুরের মুলকান্দিতে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন সাতজন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, মানিকগঞ্জের দৌলতপুরের মুলাকান্দিতে বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ সাত জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন অটোরিকশার চালক বলে জানা গেছে।
ঢাকা : সকালে রাজধানীর যাত্রাবাড়ীর মানিকদিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় ইফতিখার ইফতি (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনন্ত বড়ুয়া (১৮) নামে আরেক শিক্ষার্থী।
নাটোর : সকালে নাটোরের সদর উপজেলার হয়বতপুর এলাকায় নাটোর-বনপাড়া মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মো. আলাল ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নরসিংদী : দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার জামতলা এলাকায় পিকআপভ্যান ও শ্যালো ইঞ্জিনচালিত নসিমন ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ইউসুফ আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
ভোলা : দুপুরে ভোলায় ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে ট্রলির ধাক্কায় নিজাম উদ্দিন মিরন (৪৫) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।
বগুড়া : বিকেলে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ধান বোঝাই অটো ভ্যানের চাপায় জাহিদ হাসান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জাহিদ হাসান নন্দীগ্রাম উপজেলায় ভাটরা ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের ফারুক আহম্মেদের ছেলে।
মাগুরা : মাগুরা ঢাকা-খুলনা মহাসড়কের রামনগর ঠাকুর বাড়ি এলাকায় সবজি বোঝাই ট্রাক উল্টে একই পরিবারে দুইজন নিহত হয়েছেন। নিহত দু’জন হলেন-স্বর্ণা চক্রবর্তী (২৫) ও তার বড় ভায়ের স্ত্রী সাথী (৩০)।
এদিকে মাগুরার রাজাপুর এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহাদ আলী মোল্ল্যা (৬০) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। আহাদ আলী নড়াইলের কালিনগর এলাকার আবু হোসেন মোল্ল্যার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া : সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় বাসচাপায় বাহা মিয়া (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধফতোয়া দিয়ে, অপ্রাসঙ্গিক কথা বলে নিজেদের ছোট করবেন না
পরবর্তী নিবন্ধরাষ্ট্রীয় মর্যাদায় লায়ন প্রফুল্ল রঞ্জন সিংহের শেষকৃত্য