নগরীর আন্দরকিল্লা এলাকার একটি পূজামণ্ডপে হামলার চেষ্টা, ব্যানার ছিঁড়ে ফেলা ও মন্ডপে ঢিল ছোঁড়ার অভিযোগে করা মামলায় ১৪ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তারা হলেন- এনাম উদ্দিন, নুর মোহাম্মদ, মো. সোলাইমান, মো. সোহেল, মো. রমজান আলী, মো. আরিফুল ইসলাম, মো. সোহেল, মো. রাকিব, মো. হানিফ প্রকাশ সুমন, মো. নুর হোসেন রিপন, মো. রিয়াজ উদ্দিন, মো. আবু তাহের, মো. মজিব ও মো. আলমগীর হোসেন। গতকাল রোববার মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে পুলিশের পক্ষ থেকে ১৫ জনের ৭ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত ১৪ জনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের প্রসিকিউশন শাখার সূত্র আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছে।
গত ১৫ অক্টোবর নগরীর আন্দরকিল্লা জে এম সেন হল পূজামণ্ডপে হামলার চেষ্টা, ব্যানার ছিঁড়ে ফেলা ও মন্ডপে ঢিল ছোঁড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় ৮৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা করে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫০০ জনকে। পরে অভিযান চালিয়ে যুব-ছাত্র অধিকার পরিষদের ৯ নেতাকর্মীসহ ১০০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।