একটি বেড়িবাঁধের আকুতি

| রবিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৫৪ পূর্বাহ্ণ

জোয়ারের সময় শিকলবাহার ৪, ৫ও ৬ নং ওয়ার্ডের মানুষদের বাইরে যাওয়া দায়। দুপুর থেকে রাত পর্যন্ত, আবার রাতের জোয়ারে সকাল পর্যন্ত এভাবে চলতে থাকে পানি উঠানামার পালাবদল। জোয়ারের পানিতে নষ্ট হচ্ছে শিকলবাহার মানুষদের স্বপ্ন। কৃৃষকের নষ্ট হচ্ছে ফসল, অতিরিক্ত পানির কারণে চাকরিজীবীরা ঠিক মতো অফিসে পৌঁছাতে না পারা, শ্রমিকের কাজ বন্ধ, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ, ফেরিওয়ালাদেও বেচা-কেনা বন্ধ এবং বিভিন্ন পেশাজীবী মানুষের জীবনযাপন থমকে দেয় এই জোয়ারের পানি। সমপ্রতি একজন মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়তে হয়ছে হাঁটু পানিতে এবং দাফন করতে হয়েছে পানির মধ্যেই। একটি বেড়িবাঁধ নির্মাণে মানুষের আকুতি। শিকলবাহার অবহেলিত জনগোষ্ঠীর দিন বদলের জন্য প্রয়োজন বেড়িবাঁধ।

দৌলতুল ইসলাম সাকলাইন
শিকলবাহা,
কর্ণফুলী, চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধআবদুল খালেক ইঞ্জিনিয়ার : যুগ সচেতন সত্তা