নির্বাক নিস্তব্ধ হই নিয়তির নিষ্ঠুর আচরণে
শব্দহীন ঘোলাটে চোখের চাহনিতে,
ফুটপাতে পড়ে থাকা অর্ধনগ্ন তরুণীর
নিথর দেহ।
শত শত শকুনির লোলুপ দৃষ্টিতে
খুবলে খাওয়ার দৃশ্য।
ঘটে যাওয়া রেল ক্রসিং–এ
বাবা ছেলের লাশের সারি।
আর লুণ্ঠিত মানবতার আশ্রয়হীন অপারগতা।
চেতনার গহীন অন্ধকারে
থরে থরে সজ্জিত আকাশ ভেঙে
চৌচির হয়ে যায়।
আমি সেখানে খুঁজি একটি নামহীন স্বপ্ন।