একটি ক্যালেন্ডার

মোহিনী সংগীতা সিংহ | বৃহস্পতিবার , ৫ জানুয়ারি, ২০২৩ at ৬:৪২ পূর্বাহ্ণ

আকাশের ঐ ঢালে উদিত হল পুরনো সূর্য।
নতুন বছর হলেও মানুষের মলাটে পুরনো জীবন।
আত্মায় আত্মায় পুরনো চারিত্রিক রকমারি।
শুধু একটি ক্যালেন্ডারের নবজন্ম হল।
এক বছর তার পরমায়ু।
এই ক্যালেন্ডারের প্রতিটি দিন হল অচেনা,
অদেখা, শূন্যস্থান।

ক্যালেন্ডারের প্রথম দিনে পোড়ানো বাজির মত
আর কোন পোড়ানোর ঘটনা না ঘটুক।
কোন দিনের ভবিতব্যে আর কোন বর্ষা,
আয়াত নিখোঁজ না হোক।

কোন তারিখের গায়ে তাদের কুচিকাটা,
বস্তাপচা জীবনের কলঙ্ক না লাগুক।
আমাদের শিশুফুলগুলো বিকশিত হোক
সমাজের সুস্থ বাগানে।

৩৬৫ দিন ফুরিয়ে যায়
ঘড়ির ঘরে যেমন সময় ফুরোয় তেমনই।
নতুন বছরে ধর্ষকের মনের মৃত্যু হোক।
আগুন লাগুক হীনজনের পরানে।
আগুন লাগুক মানুষের মলাটে।

বিরল, বিলুপ্ত হোক হিংস্রতা,
মানবিকতা ফলে উঠুক পরাণের চাষাবাদে।
একটি ক্যালেন্ডার ভরে উঠুক
সার্থকতার সুবাদে।

পূর্ববর্তী নিবন্ধবস্তুনিষ্ঠ লেখনীতে সমাজ আলোকিত হয়
পরবর্তী নিবন্ধএকাকিত্ব ও সামাজিকতা