একজন খুন বাড়িতে আগুন

ফেসবুক স্ট্যাটাস নিয়ে মারামারি

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৪৬ পূর্বাহ্ণ

ভূজপুরে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জসিম উদ্দিন (৩০) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও ১০জন আহত হয়েছে। গতকাল সোমবার ভোরে দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা গ্রামে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা অভিযুক্ত মামুনের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহ ও ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে একই এলাকার জসিম, রফিক, করিম, আক্কাস ও মামুনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে জসিমকে জবাই করে হত্যা করা হয়। রফিক (৩৫) নামে আরেক জনকে মাথায় কুপিয়ে এবং করিমের (২৮) হাত কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় অন্তত আরও ১০ ব্যক্তি আহত হয়। পরে এ ঘটনায় জড়িত মামুন গংদের বাড়িতে উত্তেজিত জনতা অগ্নিসংযোগ করে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, পারিবারিক কলহে দুপক্ষে মারামারির ঘটনায় একজন নিহত হয়। আহত হয় বেশ কজন। নিহত জসিমের বোন হোসনে আরা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি।

পূর্ববর্তী নিবন্ধনতুন ইসির জন্য ৩২২ জনের নাম প্রকাশ
পরবর্তী নিবন্ধপ্রকাশিত ছবির দুজন অস্ত্রসহ গ্রেপ্তার