বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, সরকার গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা দিয়ে মানুষকে বিভীষিকাময় পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য লাগামহীনভাবে বেড়েই চলেছে। সরকারের কাছে জনগণের কোন মূল্য ও নিরাপত্তা নেই, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই তারা জনগণের স্বার্থের কথা চিন্তা করছে না। নিজেদের আখের গোছানোর জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছে। তিনি গতকাল শনিবার নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে উত্তর জেলা বিএনপি‘র উদ্যোগে গ্যাসসহ নিত্যগ্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে এম এ হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথ বলেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে আবারো হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিথ্যা মামলায় তাঁকে সাজা দিয়ে বন্দী করে রাখা হয়েছ। যে কারণে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে। তিনি জনগণকে সরকার পতনের আন্দোলনে শরিক হওয়ার আহবান জানান। নুরুল আমিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অধ্যাপক ইউনুস চৌধুরী, ছালাহউদ্দিন ,নূর মোহাম্মদ, অ্যাড. আবু তাহের, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, আবু আহমেদ হাসনাত, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, মাহবুব সাফা, কাজী সালাউদ্দিন, সালাউদ্দিন সেলিম, মো. জাকির, মোবারক হোসেন কাঞ্চন, আহসানুল কবির তালুকদার রিপন, ডা. রফিকুল আলম চৌধুরী, আতিকুল ইসলাম লতিফী, শফিউল আলম চৌধুরী, নার্গিস আক্তার, সরোয়ার উদ্দিন সেলিম, ছৈয়দ নাসির উদ্দিন, জাহেদ উদ্দিন বিপ্লব, মাহবুব আলম, এজাহার মিয়া, মো. শুক্কুর, ইফতেখার উদ্দিন খান, পাশা সুজন, এস এম ফারুক, ওহিদুল আলম, মো. জাহাঙ্গীর হোসেন, মো. হানিফ, আলাউদ্দিন, শাখাওয়াত হোসেন শিমুল, নুরুল হুদা সোহেল, ফখরুল ইসলাম, আকবর আলি, আবছারুজ্জামান, মো. শাহজাহান সাহিল, তকিবুল হাসান তকি, ইমরানুল হক সোহেল, সরোয়ার হোসেন রুবেল, শাহাদত হোসেন সজীব, সুজাউদ্দৌলা সজীব, নাঈম উদ্দিন মিনহাজ, শেখ আনিস উদ্দিন ইমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











