১২৫৮	মঙ্গোলরা বাগদাদ নগরী অধিকার করে ও ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়।
১৬০০	স্পেনীয় নাট্যকার পেদ্রো কালদেরোন-এর জন্ম।
১৬৮৬	ইতালীয় চিত্রশিল্পী কার্লো ডলসি-র মুত্যু।
১৭০৬	মার্কিন সাংবাদিক, রাজনীতিজ্ঞ ও বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাংকলিন-এর জন্ম।
১৭৫১	ইতালীয় সুরস্রষ্টা টমাজো জোভান্নি আলবিনোনি -র মৃত্যু।
১৮২৬	স্পেনীয় সুরস্রষ্টা হুয়ান ক্রিস্টোমা আররিয়াগা-র মৃত্যু।
১৮৩৪	জার্মান জীববিজ্ঞানী আউগুস্ত ভিজমান-এর জন্ম।
১৮৬৩	ফরাসি চিত্রশিল্পী এমিল-ঝাঁ-অরাস ভ্যের্নে-র মৃত্যু।
১৮৬৩	ব্রিটিশ রাষ্ট্রনীতিবিদ ডেভিড লয়েড জর্জ-এর জন্ম।
১৮৬৩	রুশ অভিনেতা, নাট্যকার ও পরিচালক কনস্তানতিন স্তানি াভস্কি-র জন্ম।
১৮৮১	ব্রিটিশ বিজ্ঞানী আলফ্রেড র্যাডক্লিফ ব্রাউন-এর জন্ম।
১৮৯১	মার্কিন ইতিহাসের জনক জর্জ ব্যানক্রফ্ট্-এর মৃত্যু।
১৮৯৩	হাওয়াই প্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৯১১	ইংরেজ বিজ্ঞানী স্যার ফ্রান্সিস গল্টন-এর মৃত্যু।
১৯১৩	রাডার যন্ত্রের পুরোধা স্যার এডওয়ার্ড ফেনিসি-র জন্ম।
১৯৩৩	প্রিন্স সদরুদ্দিন আগা খানের জন্ম।
১৯৩৮	মার্কিন জ্যোতির্বিদ উইলিয়াম হেনরি পিকারিং-এর মৃত্যু।
১৯৫৩	ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুনীর চৌধুরীর ‘কবর’ নাটক রচনা শেষ হয়।
১৯৫৯	সেনেগাল ও ফরাসি সুদান একীভূত হয়ে মালি ফেডারেল স্টেট গঠন করে।
১৯৬১	কঙ্গোর জননায়ক প্যাট্রিস লুমুম্বা নিহত হন।
১৯৭১	পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিরষ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
১৯৭৬	ইতালীয় চলচ্চিত্র পরিচালক ও লেখক লুকিনো ভিসকোন্তি-র মুত্যু।
১৯৭৮	শিক্ষাবিদ ও জাতীয়তাবাদী তাত্ত্বিক মুজাফফর আহমদ চৌধুরীর মৃত্যু।
১৯৯৫	জাপানের ওসাকা কোবে অঞ্চলে ভূমিকম্পে সাড়ে চার হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে ও বিপুল ক্ষয়ক্ষতি হয়।
 
        
