এই দিনে

| শুক্রবার , ১১ আগস্ট, ২০২৩ at ৯:০২ পূর্বাহ্ণ

১৬৭১ হায়দরাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা মীর কামালউদ্দিন চিনকিলিচ খাঁর জন্ম

১৭৩৭ ইংরেজ ভাস্কর জোসেফ নোলেকেন্‌স্‌এর জন্ম।

১৭৬৩ সুইডিশ মনীষী ওলোফ ফন ডালিনএর মৃত্যু।

১৮১০ আজোরে ভয়াবহ ভূমিকম্পে সাও মিগুয়েল গ্রাম তলিয়ে যায়।

১৮৫২ সেখএ চাটগাম কাজেম আলী মাস্টারএর জন্ম।

১৮৫৮ নোবেলজয়ী (১৯২৯) ওলন্দাজ চিকিৎসক ক্রিস্টিয়ান আইকমানএর জন্ম।

১৯০৮ দেশপ্রেমিক ও বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি কার্যকর হয়।

১৯০৮ রবীন্দ্রবিশারদ পুলিনবিহারী সেনের জন্ম।

১৯২৯ খ্যাতনামা সংগীতশিল্পী ও সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জন্ম।

১৯৪১ ইউলিয়াম চার্চিল ও প্রেসিডেন্ট বুজভেল্টএর মধ্যে আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হয়।

১৯৫২ মানসিক অসুস্থতার জন্য জর্দানের বাদশাহ তালাল সিংহাসনচ্যুত হন।

১৯৫২ বাদশাহ হোসেন জর্দানের সিংহাসনে আসীন হন।

১৯৫৮ মার্কিন চিত্রশিল্পী জ্যাকসন পোলকএর মৃত্যু।

১৯৬০ ফরাসি উপনিবেশ চাদ স্বাধীনতা লাভ করে।

১৯৬২ রুশ নভোচারী আঁন্দ্রে নিকোলায়েভ মহাশূন্যে যাত্রা করেন। ৯৪ ঘণ্টা ২৫ মিনিটে মহাশূন্যে ৬৪ বার ভূপ্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসেন (১৫ আগস্ট)

১৯৭২ নোবেলজয়ী (১৯৫১) আফ্রিকানমার্কিন অণুজীব বিজ্ঞানী ম্যাক্স থিলারএর মৃত্যু।

১৯৭৯ ভারতের বন্যা ও জলোচ্ছ্বাসে ১৫ হাজার নিহত হয়।

১৯৮৬ এশিয়ার জনসংখ্যা ৩০০ কোটি পূর্ণ হয়।

পূর্ববর্তী নিবন্ধবন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে হবে
পরবর্তী নিবন্ধপলিথিন ব্যবহারে সংযত হোন