১৪৬৯ শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের জন্ম।
১৬৬৪ ইতালীয় কবি ও চিত্রশিল্পী লোরেঞ্চে লিপ্পি–র মৃত্যু।
১৬৮২ ওলন্দাজ চিত্রশিল্পী ইয়ান ভান য়্যুইসুম–এর জন্ম।
১৭১০ চিকিৎসক ও গ্রন্থকার উইলিয়াম কালেন–এর জন্ম।
১৭০৭ সুইস গণিতজ্ঞ লেয়নহার্ট অইলার–এর জন্ম।
১৭৫৫ ড. শ্যামুয়েল জনসন তাঁর বিখ্যাত অভিধান প্রকাশ করেন।
১৭৬৫ রুশ ও বিজ্ঞানী মিখাইল লোমোনোয়সভ–এর মৃত্যু।
১৭৯৩ ব্যাংক অব ইংল্যান্ড সর্বপ্রথম পাঁচ পাউন্ডের নোট প্রচলন করেন।
১৭৯৩ জার্মান–রুশ জ্যোতির্বিদ ফ্রিরিখ শ্ট্রুভে–র জন্ম।
১৮০০ মেরু অভিযাত্রী জেমস ক্লার্ক রস–এর জন্ম।
১৮০৬ শিক্ষাব্রতী স্যার আলেকজান্ডার ডাফ–এর জন্ম।
১৮১৯ মার্কিন উদ্ভাবক অলিভার এভান্স–এর মৃত্যু।
১৮৪৩ মার্কিন কথাসাহিত্যিক হেনরি জেমস–এর জন্ম।
১৮৫৮ ফরাসি সমাজতাত্ত্বিক এমিল দিউরকেম (ঊলরপদণধব)-এর জন্ম।
১৮৬১ কানাডীয় কবি উইলিয়াম ব্লিস ক্যারম্যান–এর জন্ম।
১৮৬৫ মার্কিন রাষ্ট্রনায়ক আব্রাহাম লিংকন–এর মৃত্যু।
১৮৭৭ শিশু সাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের জন্ম।
১৮৮৮ ইংরেজ কবি ও লেখক ম্যাথু আর্নল্ড–এর মৃত্যু।
১৮৮৯ বেলজীয় মিশনারি ফাদার দামিয়েন–এর মৃত্যু।
১৮৯১ টমাস এডিসন জনসমক্ষে চলচ্চিত্র কার্যকারিতা প্রদর্শন করেন।
১৯০২ ফরাসি ভাস্কর অ্যামে জুল দালু–র মৃত্যু।
১৯০৭ নোবেলজয়ী (১৯৭৩) ওলন্দাজ প্রাণীতত্ত্ববিদ নিকোলাস টিনবার্গেন–এর জন্ম।
১৯০৭ ক্যালকাটা ক্লাব প্রতিষ্ঠিত হয়।
১৯১২ ভাসমান হিমশৈলের আঘাতে বিদীর্ণ হয়ে পৃথিবীর প্রথম সর্ববৃহৎ জাহাজ টাইটানিক ডুবে গেলে দেড় হাজারেরও বেশি প্রাণহানি ঘটে।
১৯১৪ বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও লেখক অজিতকুমার গুহের জন্ম।
১৯১৯ পর্তুগিজ ঔপন্যাসিক ফের্নান্দো নামুরা–র জন্ম।
১৯২২ ইনসুলিন আবিষ্কৃত হয়।
১৯২৮ কবি, কথাসাহিত্যিক ও সমালোচক আনোয়ার পাশার জন্ম।
১৯৪৫ ঐতিহাসিক বার্লিন যুদ্ধ শুরু হয়।
১৯৫২ অস্ট্রীয় ঔপন্যাসিক রবার্ট মুসিল–এর মৃত্যু।
১৯৫৫ পশ্চিমবঙ্গে জমিদারি প্রথা বিলোপ আইন গৃহীত হয়।
১৯৫৭ সাহিত্যিক জগদীশ চন্দ্র গুপ্তের মৃত্যু।
১৯৬৬ রাজনীতিবিদ ও লেখক হবীবুল্লাহ বাহার চৌধুরীর মৃত্যু।
১৯৭১ শিক্ষাবিদ হবিবুর রহমান পাকিস্তানিদের হাতে নিহত হন।