এই দিনে

| শুক্রবার , ১০ সেপ্টেম্বর, ২০২১ at ৪:৫৬ পূর্বাহ্ণ

১৪৬৬ ফ্লেমিশ চিত্রশিল্পী কোয়েনতিন ম্যসিস-এর জন্ম।
১৬২৪ ইংরেজ চিকিৎসক টমাস সিডেনহ্যাম-এর জন্ম।
১৬৯১ প্রাচ্যবিদ ও মনীষী ডা. এডওয়ার্ড পকোক-এর মৃত্যু।
১৭২৭ ইতালীয় চিত্রশিল্পী ও খোদাইকার জোওভান্নি তিয়েপালো-র জন্ম।
১৭৭১ আফ্রিকা আবিষ্কারক অভিযাত্রী মঙ্গো পার্ক-এর জন্ম।
১৭৯৪ কলকাতায় বিলাতের অনুরূপ মিউনিসিপ্যাল স্বাস্থ্যবিধি চালু হয়।
১৭৯৭ নারীবাদী মেরি উলস্টোন ক্যাফ্‌ট গডউইন-এর মৃত্যু।
১৮১৪ অবিভক্ত বাংলায় ইংরেজি শিক্ষায় অগ্রণী শিল্পাবিদ ও বহুভাষাবিদ পাণ্ডিত ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম।
১৮১৫ প্রথম ইংরেজি-বাংলা অভিধান-প্রণেতা হেনরি পিট্‌স্‌ ফস্টার-এর মৃত্যু।
১৮২৭ ইতালীয় কবি উগে ফোসকোলো-র মৃত্যু।
১৮৩৪ ইংরেজ শিল্পী ও লেখক ফিলিপ গিলবার্ট হ্যামারটন-এর জন্ম।
১৮৫৫ জার্মান পুরাতাত্ত্বিক রবার্ট কোল্ডওয়ে-র জন্ম।
১৮৭৭ ভারতীয় ক্রিকেটের পুরোধা রণজিৎ সিংজী-র জন্ম।
১৮৯০ চিত্রশিল্পী অসিতকুমার হালদার-এর জন্ম।
১৮৯২ নোবেলজয়ী (১৯২৭) মার্কিন পদার্থবিদ আর্থার কম্পটন-এর জন্ম।
১৮৯৭ ফরাসি লেখক জর্জ বাতায়ি-র জন্ম।
১৯১৫ বিপ্লবী বাঘা যতীন (যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়)-এর মৃত্যু।
১৯২১ জার্মানিতে প্রথম মোটর পথ সম্পূর্ণ হয়।
১৯২৩ বাংলা শিশু সাহিত্যের অবিস্মরণীয় লেখক সুকুমার রায়ের মৃত্যু।
১৯৭৫ নোবেলজয়ী (১৯৩৭) ইংরেজ পদার্থবিদ জর্জ টমসন-এর মৃত্যু।
১৯৯১ যুগোশ্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ম্যাসিডোনিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯৯৩ দীর্ঘ ৪৫ বৎসরের বৈরিতার অবসান ঘটিয়ে ইসরাইল ও পি. এল. ও. পরস্পরকে স্বীকৃতি দেয়।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধসুষ্ঠু ব্যবস্থাপনা বর্জ্যকে সম্পদে পরিণত করতে পারে