এই দিনে

| শুক্রবার , ৫ নভেম্বর, ২০২১ at ৯:২৬ পূর্বাহ্ণ

১৪৯৪ জার্মান কবি হানস জাক্‌স-এর জন্ম।
১৫৫৬ পানিপথের দ্বিতীয় যুদ্ধে মোগল সম্রাট আকবরের বাহিনীর হাতে হিমু পরাস্ত হন।
১৭৯৫ বাংলা নাটকের প্রথম বিজ্ঞাপন প্রকাশিত হয় ‘ক্যালকাটা গেজেট’ পত্রিকায়।
১৮৩৬ চেক কবি কারেল মাশা-র মৃত্যু।
১৮৫০ স্যার উইলিয়াম ওশগনেসি ব্রুক-এর তত্ত্বাবধানে কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত প্রথম টেলিগ্রাফ লাইনের কাজ শুরু হয়।
১৮৫৪ নোবেলজয়ী (১৯১২) ফরাসি রসায়নবিদ পল সাবাতিয়ে-র জন্ম।
১৮৬৮ দানশীল সমাজসেবী রায় বাহাদুর শশিভূষণ দে-র জন্ম।
১৮০৭ সুইস চিত্রশিল্পী আঞ্জেলিকা কাউফমান-এর মৃত্যু।
১৮৭০ আইনজীবী ও স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্ম।
১৮৭৯ স্কট পদার্থবিদ ও গণিতজ্ঞ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল-এর মৃত্যু।
১৮৮৫ বিশিষ্ট মার্কিন দার্শনিক ও ঐতিহাসিক উইল ডুরান্ট-এর জন্ম।
১৮৮৭ বাংলার প্রখ্যাত বিপ্লববাদী নেতা বিপিন বিহারী গাঙ্গুলীর জন্ম।
১৮৮৮ লোকগীতি সংগ্রহক ও কবি আশুতোষ চৌধুরীর জন্ম।
১৮৯২ ব্রিটিশ জীববিজ্ঞানী জন বার্ডন স্যান্ডারসন হ্যালডেন-এর জন্ম।
১৮৯৫ জার্মান চিত্রশিল্পী ভালটার গেসকিং-এর জন্ম।
১৯০০ বাংলায় মুদ্রণ শিল্পের প্রথিতযশা ব্যক্তিত্ব শৈলেন্দ্রনাথ গুহ রায়-এর জন্ম।
১৯০২ গহরজানের গান দিয়ে কলকাতায় এশিয়ায় প্রথম রেকর্ডিং হয়।
১৯১১ ইতালি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ত্রিপোলি দখল করে নেয়।
১৯১৪ জার্মান জীববিজ্ঞানী আউগুস্ত ভিজমান-এর মৃত্যু।
১৯১৫ ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা স্যার ফিরোজ শাহ মেহতার মৃত্যু।
১৯২২ দ্বিতীয় সোসালিস্ট ইন্টাররন্যাশনাল-এর চতুর্থ কংগ্রেস শুরু হয়।
১৯৩০ নোবেলজয়ী (১৯২৯) ওলন্দাজ নিদানতত্ত্ববিদ ক্রিশ্চিয়ান আইকমানের মৃত্যু।
১৯৩১ নরওয়েজীয় মার্কিন ঔপন্যাসিক ওলে এডভার্ট রোলভাগ-এর মৃত্যু।
১৯৪২ মার্কিন নাট্যব্যক্তিত্ব ও সুরস্রষ্টা জর্জ মিচেল কোহান-এর মৃত্যু।
১৯৪৪ নোবেলজয়ী (১৯১২) ফরাসি জীববিজ্ঞানী আলেক্সি ক্যারল-এর মৃত্যু।
১৯৪৫ দিল্লি লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজের বন্দিদের বিচার শুরু।
১৯৪৭ মার্কিন প্রাণরসায়নবিদ ও বংশানুবিদ ওডওয়ার্ড টাটুম-এর মৃত্যু।
১৯৭৪ নটসূর্য অহীন্দ্র চৌধুরীর দেহাবসান।
১৯৭৫ নোবেলজয়ী (১৯৫৮) মার্কিন বংশাণুবিদ এডওয়ার্ড টাটুম-এর মৃত্যু।
১৯৭৫ বাংলাদেশের রাষ্ট্রপতি খোন্দকার মোশতাক পদচ্যুত হন।
১৯৮২ ব্রিটিশ ঐতিহাসিক এডওয়ার্ড করে-এর মৃত্যু।
১৯৮২ ফরাসি চলচ্চিত্রকার জাক তাতি-র মৃত্যু।
১৯৯২ ওলন্দাজ জ্যোতির্বিদ ইয়ান ওর্ট-এর মৃত্যু।
১৯৯৩ স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট শিক্ষাবিদ রেজাউল করিম-এর জীবনাবসান।
১৯৯৩ ফ্রান্স, জার্মানি ও বেলজিয়াম ন্যাটোর বিকল্প ইউরোপীয় বাহিনী ইউরো কর্পস গঠন করে।

পূর্ববর্তী নিবন্ধফুটপাত দখল : নাগরিক অধিকার বাস্তবায়ন করতে হবে
পরবর্তী নিবন্ধভূপেন হাজারিকা: সঙ্গীত জগতের পুরোধা ব্যক্তিত্ব