এই দিনে

| বুধবার , ১৪ এপ্রিল, ২০২১ at ৬:৫০ পূর্বাহ্ণ

১৫২৭ ফ্লেমিশ মানচিত্রকার এব্রাহাম অর্টিলিয়াস-এর জন্ম।
১৫৬৩ পঞ্চম শিখগুরু অর্জুনদেব-এর জন্ম।
১৬২৯ ওলন্দাজ জ্যোতির্বিদ ও পদার্থবিজ্ঞানী ক্রিষ্টিয়ান হুজেন্‌স-এর জন্ম।
১৬৫৯ দিল্লির সিংহাসন দখলের জন্য আওরঙ্গজেব ও দারাশিকোহ্‌-র মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়।
১৬৮০ মারাঠা নেতা ছত্রপতি শিবাজী-র মৃত্যু।
১৬৮৫ ইংরেজ নাট্যকার টমাস অটওয়ের-মৃত্যু।
১৭৫৯ জার্মান-ইংরেজ সংগীতশিল্পী জর্জ ফ্রেডেরিখ হ্যান্ডেল-এর মৃত্যু।
১৮২৮ ওয়েবস্টার তাঁর অভিধানের প্রথম সংস্করণ কপিরাইটভুক্ত করেন।
১৮৬৫ মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন আততায়ীর গুলিতে আহত হন।
১৮৬৮ জার্মান স্থপতি পিটার বারেন্‌স্‌-এর জন্ম।
১৮৭১ নারী কল্যাণমূলক প্রতিষ্ঠান ‘বামা হিতৈষিণী সভা’ স্থাপিত হয়।
১৮৮২ জার্মান দার্শনিক মরিটস্‌ শ্‌লিখ-এর জন্ম।
১৮৮৯ ঐতিহাসিক আর্নল্ড জোসেফ টয়েনবি-র জন্ম।
১৮৯০ নিখিল আমেরিকান ইউনিয়ন স্থাপিত হয়।
১৮৯২ অষ্ট্রেলীয় পুরাতাত্ত্বিক ভের গর্ডন চাইল্ড-এর জন্ম।
১৮৯৫ মার্কিন ভূতত্ববিদ ও শিক্ষাবিদ জেমস ডানা-র মৃত্যু।
১৯০৭ ভারতের অগ্রগণ্য কমিউনিস্ট নেতা পূরণচাঁদ যোশীর জন্ম।
১৯০৮ চিত্রশিল্পী জেমস ক্লার্ক হুক-এর মৃত্যু।
১৯২২ সরোদিয়া আলী আকবর খান-এর জন্ম।
১৯২৪ মার্কিন স্থপতি লুইস হেনরি সালিভ্যান-এর মৃত্যু।
১৯৩০ বিপ্লবী রুশ কবি ভ্লাদিমির মায়াকোভস্কি-র মৃত্যু।
১৯৪৪ বোম্বাইয়ের ভিক্টোরিয়া ডকে গোলাবারুদ ভর্তি জাহাজে বিষ্ফোরণ ঘটলে ১২০০ জনের বেশি লোকের মৃত্যু ঘটে।
১৯৫০ দার্শনিক ও সাধক রমণ মহর্ষি-র মৃত্যু।
১৯৫৮ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মহিলা মেয়র নির্বাচিত হন অরুণা আসফ আলি।

পূর্ববর্তী নিবন্ধনববর্ষের অঙ্গীকার : এগিয়ে যাবো স্বাস্থ্যের পথে, অগ্রগতির পথে
পরবর্তী নিবন্ধপহেলা বৈশাখ : বাঙালির প্রাণের উৎসব