ঘানার জাতীয় দিবস
১৪৭৫ ইতালীয় চিত্রশিল্পী, স্থপতি ও কবি মাইকেলেঞ্জেলো-র জন্ম।
১৪৮৩ ফ্লোরেন্সীয় ঐতিহাসিক ফ্রঞ্চেস্কো গুইচ্চাদিনি-র জন্ম।
১৬১৬ নাট্যকার ফ্রান্সিস বোমন্ট-এর মৃত্যু।
১৬১৯ ফরাসি ঔপন্যাসিক ও নাট্যকার বেরঝেরেক-এর জন্ম।
১৭৭৪ রোমক সম্রাট ও ফ্রান্সের রাজার মধ্যে ‘রাস্টাড শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়।
১৭৭৫ রঘুনাথ রাও ও ব্রিটিশ রাজের মধ্যে সুরাট চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮০৬ ইংরেজ কবি এলিজাবেথ বেরেট ব্রাউনিং-এর জন্ম।
১৮১২ কবি-সম্পাদক ঈশ্বর গুপ্তের জন্ম।
১৮৬৭ মার্কিন সাহিত্যিক আর্টেমাস ওয়ার্ড-এর মৃত্যু।
১৮৮২ সার্বিয়া রঙ্গ-স্বাধীন রাজ্যে পরিণত হয়।
১৮৮৮ মার্কিন ঔপন্যাসিক লুইসা মে অলকট-এর মৃত্যু।
১৮৯০ স্পেনীয় সংগীতস্রষ্টা আদল্ফো সালাজার-এর জন্ম।
১৯০০ জার্মান উদ্ভাবক ও মোটর প্রকৌশলী গোটলির ডাইম্লার-এর মৃত্যু।
১৯০০ ইংরেজ রসায়নবিদ জন ডালটনের মৃত্যু।
১৯০২ ব্রিটিশ সেনারা দায়িত্ব পালনকালে বা অন্য সময়ে চশমা ব্যবহারের অধিকার পায়।
১৯২৮ কলম্বিয়ার নোবেলজয়ী (১৯৮২) ঔপন্যাসিক গাব্রিয়েল মার্কুয়েজ-এর জন্ম।
১৯৩০ লন্ডনে প্রথম হিমায়িত খাদ্য বিপণন শুরু হয়।
১৯৪৪ মার্কিন বাহিনী দিবালোকে বার্লিনে বোমাবর্ষণ শুরু করে।
১৯৫৬ মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পুনরুদ্ধার করে।
১৯৫৭ ঘানা (পূবর্তন গোল্ড কোস্ট ও তোগো ল্যান্ড) স্বাধীনতা লাভ করে।
১৯৬২ স্বাধীনতা সংগ্রামী অম্বিকা চক্রবর্তীর মৃত্যু।
১৯৬৭ হাঙ্গেরীয় সংগীতস্রষ্টা জোলতান কোদালি-র মৃত্যু।
১৯৭১ নোবেলজয়ী (১৯৩৮) মার্কিন ঔপন্যাসিক পার্ল এস. বাক-এর মৃত্যু।