এই দিনে

| বুধবার , ১৩ অক্টোবর, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক প্রাকৃতিক বিপর্যয় হ্রাস দিবস

১৫৫৬ মোগল সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা।
১৭১৩ স্কটিশ প্রতিকৃতি শিল্পী অ্যালান র‌্যামজে-র জন্ম।
১৭১৫ ফরাসি দার্শনিক নিকলা দ্য মাল্‌ব্রঁশ-এ মৃত্যু।
১৭৭০ তামার পয়সার বদলে ‘আনি’র প্রচলন শুরু হয়।
১৮৭৯ মার্কিন অর্থনীতিবিদ চার্লস হেনরি কেরি-র মৃত্যু।
১৭৯২ মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৮২২ ইতালীয় ভাস্কর আন্তোনিও কানোভা-র মৃত্যু।
১৮৮৪ ওয়াশিংটন সম্মেলনে গ্রিনউইচ সার্বজনীন মেরুমধ্যরেখা হিসাবে গৃহীত হয়।
১৯০৮ বিশিষ্ট জীববিজ্ঞানী ও উদ্ভিদবিদ রামব্রহ্ম সান্যাল-এর মৃত্যু।
১৯১১ ভারতহিতৈষী ভগিনী নিবেদিতা (মার্গারেট এলিজাবেথ নোবল)-এর মৃত্যু।
১৯১১ হিন্দি ও বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেতা অশোক কুমার গাঙ্গুলীর জন্ম।
১৯১৪ স্লোভাক ঔপন্যাসিক আলফোন্‌জ্‌ বেদনার-এর জন্ম।
১৯২৩ আংকারাকে তুরস্কের নতুন রাজধানী করা হয়।
১৯৪৩ ইতালি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৪৩ হিব্রু কবি সল গুৎমানোভিচ ৎচেরনিকভস্কি-র মৃত্যু।
১৯৪৪ মিত্রশক্তি এথেন্স মুক্ত করে।
১৯৪৭ ইংরেজ মহিলা সমাজ সংস্কারক সিডনি ওয়েব-এর মৃত্যু।
১৯৬৪ সম্পাদক, গ্রন্থকার ও চিত্রপরিচালক প্রেমাঙ্কুর আতর্থী (মহাস্থবির)-এর মৃত্যু।
১৯৬৪ কবি গোলাম মোস্তফা-র মৃত্যু।
১৯৭০ ব্রিটিশ ইলেকট্রনিক্‌স ও যোগাযোগ পুরোধা অ্যালেক রিভ্‌স্‌-এর মৃত্যু।
১৯৮৩ নট, নাট্যকার ও পরিচালক অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু।
১৯৮৭ সংগীতশিল্পী ও অভিনেতা কিশোরকুমার (গাঙ্গুলী)-এর মৃত্যু।
১৯৮৭ নাট্যশিল্পী ও যাত্রাভিনেতা অমলেন্দু বিশ্বাসের মৃত্যু।
১৯৯০ ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও তাত্ত্বিক লে দাক থো-র মৃত্যু।
১৯৯১ বাংলার প্রাচীন প্রেক্ষাগৃহ ষ্টার থিয়েটার আকস্মিক অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়।

পূর্ববর্তী নিবন্ধকরোনাকালীন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যে কোনো দুর্যোগ মোকাবেলা করতে হবে
পরবর্তী নিবন্ধকিংবদন্তী গায়ক কিশোর কুমার