এই দিনে

| মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

ব্রাজিলের স্বাধীনতা দিবস

১৫৩৩ ইংল্যান্ডের রানী এলিজাবেথ (প্রথম)-এর জন্ম।
১৮১২ নেপোলিয়নের নেতৃত্বে ফরাসি বাহিনী বোরোদিনের যুদ্ধে রুশদের পরাজিত করে।
১৮২২ পর্তুগালের হাত থেকে ব্রাজিলের স্বাধীনতা ঘোষিত হয়।
১৮২৬ বিশিষ্ট চিন্তাবিদ ও সমাজসেবক রাজনারায়ণ বসুর জন্ম।
১৮৫৫ সিনেমা-র পুরোধা উইলিয়াম গ্রিন-এর জন্ম।
১৮৭০ রুশ কথাসিহিত্যিক আলেকসান্দ্‌র কুপ্রিন-এর জন্ম।
১৮৭৮ মোহাম্মদ আলী পাশা আলবেনীয় আততায়ীদের হাতে নিহত হন।
১৮৮৭ পণ্ডিত গবেষক মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ-এর জন্ম।
১৮৮৯ বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ও আইনজীবী শরৎচন্দ্র বসুর জন্ম।
১৮৯২ চিকিৎসাবিজ্ঞানী কুমুদরঞ্জন রায়ের জন্ম।
১৯০৪ দলাইলামার সঙ্গে ব্রিটেনের চুক্তি হয়।
১৯০৭ প্রথম সাহিত্যে নোবেলবিজয়ী (১৯০১) ফরাসি কবি সুলি প্রুদহোমের মৃত্যু।
১৯০৯ খ্যাতনামা মার্কিন চলচ্চিত্রকার ইলিয়া কাজান-এর জন্ম।
১৯১২ নরওয়েজীয় অপরাধ বিজ্ঞানী ইয়োহন্‌নেস আন্দেনায়েস-এর জন্ম।
১৯১৭ নোবেলজয়ী (১৯৭৫) অস্ট্রেলীয় জৈবরসায়নবিদ জন কর্নফোর্থ-এর জন্ম।
১৯২০ ঔপন্যাসিক আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম।
১৯৩১ লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
১৯৪৭ ৬-৭ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত এক সম্মেলনে অসাম্প্রদায়িক যুব সংগঠন গণতান্ত্রিক যুব লীগের প্রতিষ্ঠা হয়।
১৯৪৯ মেক্সিকান চিত্রশিল্পী হোস ওরোস্কা-র মৃত্যু।
১৯৭৬ বিপ্লবী সুরেন্দ্রমোহন ঘোষ-এর মৃত্যু।
১৯৭৯ ব্রিটিশ সাহিত্য সমালোচক আই. এ. রিচার্ডস-এর মৃত্যু।
১৯৮৪ আইরিশ ঔপন্যাসিক লিয়াম ও’ফ্ল্যাহার্টি-র মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধপ্রকল্পগুলোর আলোর মুখের জন্য চাই চট্টগ্রামের প্রতি ভালোবাসা
পরবর্তী নিবন্ধসাহিত্যে প্রথম নোবেল বিজয়ী স্যুলি প্রুদোম