৭৭৫ বাগদাদের দ্বিতীয় খলিফা আবু জাফর মনসুর-এর মৃত্যু।
১৪৮৮ ইতালীয় চিত্রশিল্পী ভার রোক্কিও-র মৃত্যু।
১৬১২ ইতালীয় কবি জোভান্নি বাত্তিস্তা গুয়ারিনি-র মৃত্যু।
১৬২৬ ফ্লেমিশ চিত্রকর পল ব্রিল-এর মৃত্যু।
১৭৭০ বাংলার প্রাক্তন গভর্নর হেনরি ভ্যান্সিটার্ট-এর মৃত্যু।
১৭৭৫ উলিয়াম কেরি-র মুন্সি জয়গোপাল তর্কালঙ্কারের জন্ম।
১৮৪৯ মার্কিন ছোটগল্পকার এডগ্যার অ্যালান পো-র জীবনাবসান।
১৮৭১ শিকাগোর মহাঅগ্নিকাণ্ড শুরু হয়। এতে ২৫০ জন নিহত ও ৯৫ হাজার লোক গৃহহীন হয়।
১৮৮৫ নোবেলজয়ী (১৯২২) ড্যানিশ পদার্থবিদ ও কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা নীলস বোর-এর জন্ম।
১৮৯২ ইংরেজ ভাস্কর ও কবি টমাস উলনার-এর মৃত্যু।
১৯৯৪ মার্কিন চিকিৎসক ও লেখক অলিভার হোমস-এর মৃত্যু।
১৯১২ সাংবাদিক-সম্পাদক অশোককুমার সরকারের জন্ম।
১৯২২ নবাব স্যার সৈয়দ শামসুল হুদার মৃত্যু।
১৯৩৭ বেঙ্গল চটকল মজদুর ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়।
১৯৪৯ জার্মান গণতান্ত্রিক সাধারণতন্ত্রের প্রতিষ্ঠা।
১৯৫০ মাদার তেরেসা কলকাতায় ‘মিশনারিজ অব চ্যারিটি’ প্রতিষ্ঠা করেন।
১৯৫৮ পাকিস্তানে সামরিক শাসন জারি হয়।
১৯৭৮ সাহিত্যিক আকবরউদ্দীনের মৃত্যু।
১৯৯৪ এক বছরের মধ্যে চীন তৃতীয়বার পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।
১৯৯৫ সুমাত্রায় ভূমিকম্পে ১০০ লোকের প্রাণহানি ঘটে।
১৯৯৬ তালিবানদের হাতে কঠোর ইসলামি বিধিনিষেধ আরোপিত হলে কাবুল থেকে দু লক্ষ লোক পালিয়ে পাকিস্তান ও উত্তর আফগানিস্তানে আশ্রয় নেয়।