চিলির স্বাধীনতা দিবস ও বিশ্বনৌ দিবস
১৬১৫ প্রথম ব্রিটিশ রাষ্ট্রদূত টমাস রো মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতে আসেন।
১৭০৯ ইংরেজি গদ্যশিল্পী ও অভিধান সংকলক ড. সামুয়েল জনসন-এর জন্ম।
১৭৮৩ সুইস গণিতজ্ঞ লেয়নহার্ট অইলার-এর মৃত্যু।
১৮১০ স্পেনীয় শাসন থেকে মুক্তি লাভের জন্য চিলির স্বাধীনতা ঘোষিত হয়।
১৮১৯ ফরাসি পদার্থবিদ জাঁ বারনার লেয়োঁ ফুকো-র জন্ম।
১৮৩০ ইংরেজ সমালোচক ও প্রাবন্ধিক উইলিয়াম হ্যাজলিট-এর মৃত্যু।
১৮৩৮ ওলন্দাজ চিত্রশিল্পী আন্তন মাউভ-এর জন্ম।
১৮৫১ ‘নিউইয়র্ক টাইমস’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৮৬৭ চিত্রশিল্পী গগণেন্দ্রনাথ ঠাকুর-এর জন্ম।
১৮৬৯ বিজ্ঞান লেখক জগদানন্দ রায়-এর জন্ম।
১৮৮৬ মুক্তিসংগ্রামী ও চিকিৎসক ডা. যদুগোপাল মুখোপাধ্যায়-এর জন্ম।
১৮৯৯ চিন্তাবিদ ও সমাজসেবী রাজনারায়ণ বসুর মৃত্যু।
১৯০৫ সুইডিশ-মার্কিন চলচ্চিত্রাভিনেত্রী গ্রেটা গার্বোর জন্ম।
১৯০৬ ভয়াবহ টাইফুনে হংকং-এর ১০ হাজার লোক নিহত হয়।
১৯০৭ নোবেলজয়ী (১৯৫১) মার্কিন পরমাণু বিজ্ঞানী এডুইন ম্যাকমিলান-এর জন্ম।
১৯২৪ হিন্দু-মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধী অনশন শুরু করেন।
১৯৩০ বিপ্লবী দীনেশ মজুমদার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন।
১৯৩১ উত্তর-পূর্ব চীনে জাপানি আগ্রাসন শুরু হয় এবং জাপান মাঞ্জুরিয়া দখল করে নেয়।
১৯৩৪ সোভিয়েত ইউনিয়ন লিগ অব নেশন-এর যোগদান করে।
১৯৫৬ সাহিত্যিক মোতাহের হোসেন চৌধুরীর মৃত্যু।
১৯৬১ নোবেলশান্তি পুরস্কারে সম্মানিত (১৯৬১) বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব দাগ হামারশোল্ড-এর মৃত্যু।
১৯৬৭ নোবেলজয়ী (১৯৫১) ব্রিটিশ পদার্থবিদ জন ককফ্রফ্ট্-এর মৃত্যু।
১৯৮২ পশ্চিম বৈরুতে ছাতিলা ও ছাববায় ফিলিস্তিনি উদ্বাস্তু শিবিরে গণহত্যা সংঘটিত হয়।
১৯৮৮ বার্মায় সামরিক অভ্যুত্থান ঘটে এবং বার্মা রাষ্ট্রের নাম হয় মায়ানমার।
১৯৯১ সোভিয়েতে ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তিন বাল্টিক রাষ্ট্র লাতভিয়া, এস্তোনিয়া ও লিথুনিয়া-জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
১৯৯১ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী নোবেলজয়ী বিতর্কিত রুশ লেখক আলেকজাণ্ডার সলঝেনিৎসিন ১৭ বছর পর মস্কোয় ফেরার অনুমতি পান।