১৪৬৮ মুদ্রণ শিল্পের জার্মান পুরোধা ইওহান গুটেনবার্গের মৃত্যু।
১৫৯০ ফরাসি ভাস্কর জেরমেঁ পিলোঁ-র মৃত্যু।
১৫৯৪ ইতালীয় সংগীতস্রস্টা জোভান্নি পিয়ের লুইজি পালেস্ত্রিনার মৃত্যু।
১৮০৯ জার্মান সংগীতস্রষ্টা ফেলিঙ মেন্ডেলসন-এর জন্ম।
১৮২১ প্রথম মহিলা চিকিৎসা পেশাজীবী এলিজাবেথ ব্ল্যাকওয়েল-এর জন্ম।
১৮৭৩ কথাসাহিত্যিক প্রভাতকুমার মুখোপাধ্যায়ের জন্ম।
১৮৭৪ মার্কিন লেখক গারট্রুড স্টেইন-এর জন্ম।
১৮৭৪ মহামহোপাধ্যায় কুঞ্জবিহারী তর্কসিদ্ধান্তের জন্ম।
১৮৮৩ চিত্রশিল্পী নন্দলাল বসুর জন্ম।
১৮৮৭ অস্ট্রীয় কবি গেয়র্ক ট্রাক্ল্-এর জন্ম।
১৮৮৯ দিনেমার চলচ্চিত্র নির্মাতা কার্ল ড্রেয়ার-এর জন্ম।
১৮৯৫ মেঙিকান লেখক নাহারা মানুয়েল গুতিয়েরেস-এর মৃত্যু।
১৮৯৬ আইনজীবী ও গবেষক তপনমোহন চট্টোপাধ্যায়ের জন্ম।
১৮৯৫ মেঙিকোর কবি নাহেরা গুতিয়েররেথ-এর মৃত্যু।
১৮৯৮ ফিনল্যান্ডের অগ্রগণ্য স্থপতি আলভার আল্টো-র জন্ম।
১৯০২ স্পেনীয় ঔপন্যাসিক র্যামন হোসা সানদার-এর জন্ম।
১৯০৪ ইতালীয় সুরকার লুইজি দাল্লাপিক্কোলা-র জন্ম।
১৯০৭ মার্কিন গ্রন্থকার জেমস মিচেনার-এর জন্ম।
১৯১৭ মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানি পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
১৯১৯ মার্কিন জ্যোতির্বিদ এডওয়ার্ড চার্লস পিকারিং-এর মৃত্যু।
১৯১৯ লিগ অব নেশনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
১৯২৫ অবিভক্ত ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন সার্ভিস চালু হয়।
১৯২৮ সাইমন কমিশন ভারতে এলে সারা ভারতে গণ বিক্ষোভ ও ধর্মঘট শুরু হয়।
১৯৩০ ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি গঠিত হয়।
১৯৪৫ মিত্রশক্তির ১০০০ বোমারু বিমান দিনের আলোয় বার্লিনে বোমাবর্ষণ করে।
১৯৫৬ ফরাসি গণিতজ্ঞ এমিল বোরেল-এর মৃত্যু।
১৯৬৫ খ্যাতনামা ফুটবল খেলোয়াড় আবদুস সামাদ-এর মৃত্যু।
১৯৬৬ সোভিয়েত নভোযান লুনা-এ চাঁদে পৌঁছায় এবং টিভি ছবি প্রেরণ করে।
১৯৭৬ বিপ্লবী ও কৃষক নেতা জিতেন ঘোষ-এর মৃত্যু।
১৯৮৯ সামরিক অভ্যুত্থানে ৩৬ বছর শাসন ক্ষমতায় অধিষ্ঠিত প্যারাগুয়ের স্বৈরশাসক আলফ্রেদো স্ত্রোয়েজনা অপসারিত হন।
১৯৯৭ কলকাতায় বইমেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড।