এই দিনে

| বুধবার , ২৪ জানুয়ারি, ২০২৪ at ৬:৫৯ পূর্বাহ্ণ

গণ অভ্যুত্থান দিবস ও চট্টগ্রাম গণহত্যা দিবস

১৭১২ প্রুশিয়ার রাজা ‘ফ্রেডেরিখ দ্য গ্রেট’এর জন্ম।

১৭৭২ ফরাসি নাট্যকার পিয়ের বোমার্শের জন্ম।

১৭৭৬ জার্মান লেখক ও সুরকার আমাদিউস হফমানএর জন্ম।

১৮২৬ অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার গণেন্দ্রমোহন ঠাকুরের জন্ম।

১৮৪৮ জেমস মার্শাল কালিফোর্নিয়ার একটি কাঠচেরাই কলে প্রথম স্বর্ণ আবিষ্কার করেন।

১৮৫১ ইতালীয় সুরকার গ্যাসপারো স্পোনতিনির মৃত্যু।

১৮৫৭ কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।

১৮৮৮ প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নলিনীকান্ত ভট্টশালীর জন্ম।

১৮৯৩ রুশ লেখক ও সাহিত্যিক তাত্ত্বিক ভিক্তর শক্লোভস্কির জন্ম।

১৯০৮ ব্রিটেনে বয় স্কাউটের প্রথম দল গঠিত হয়।

১৯৩৯ চিলিতে ভূমিকম্পে প্রায় ত্রিশ হাজার লোকের মৃত্যু হয়।

১৯৪৩ ক্যাসাব্ল্যাংকা সম্মেলন সমাপ্ত হয়।

১৯৪৮ কালিফোর্নিয়ার স্বর্ণ আবিষ্কৃত হয়।

১৯৫০ . রাজেন্দ্রপ্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৯৫২ বোম্বাইয়ে সর্বপ্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়।

১৯৬৫ নোবেলজয়ী (১৯৫৩) ব্রিটিশ রাষ্ট্রনায়ক ও লেখক উইনস্টন চার্চিলের মৃত্যু।

১৯৬৬ ভারতীয় বিজ্ঞানী ড. হোমী জাহাঙ্গীর ভাবার মৃত্যু।

১৯৬৮ পর্তুগিজ চিন্তাবিদ ও প্রাবন্ধিক আন্তোনিও সের্গিওর মৃত্যু।

১৯৬৯ পাকিস্তানি অপশাসনের বিরুদ্ধে ঢাকায় গণ অভ্যুত্থান ঘটে এবং কিশোর মতিউর পুলিশের গুলিতে শহীদ হয়।

১৯৭২ সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

১৯৭৫ সংবিধান সংশোধন করে বাংলাদেশে রাষ্ট্রপতিশাসিত একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়।

১৯৮৩ মার্কিন চিত্র পরিচালক জর্জ কুকরএর মৃত্যু।

১৯৮৮ চট্টগ্রামে শেখ হাসিনার সমাবেশে পুলিশের হাতে নির্বিচার গণহত্যা সংঘটিত হয়।

১৯৯২ চীনইজরায়েল কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

১৯৯৮ সাহিত্যিক ও শিক্ষাবিদ ওহীদুল আলমের মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুতের দাম বাড়লে সাধারণ মানুষের জীবন সংকটাপন্ন হয়ে পড়বে
পরবর্তী নিবন্ধওহীদুল আলম : মানবতাবাদী চেতনার কবি