ভালবাসার যেমন রং পাল্টায়
শৈশব, কৈশোর যৌবন
তারপর পরিণতি,
আধুনিক ভাইরাসেরও ধরন পাল্টায়,
করোনা, ওমিক্রন, ডেল্টা কত কি?
অস্থির জীবন, চলমান ভাইরাস।
এ নিয়ে জীবনপাত।
কোভিড –১৯শিখিয়ে দিয়ে গেল,
অন –লাইন, নেট, জুম–গুগুল মিট,
দিব্যি চলছে দুনিয়া দারি, ওয়েবমিনার, মিটিং।
সময় চলে যায় নিজের মতন করে,
কত প্রিয়জন যে চলে গেল পরপারে।
এই তো জীবন থেমে
থাকে না কিছুই।