এই তো জীবন

শম্পা সারাহ | মঙ্গলবার , ২৫ জানুয়ারি, ২০২২ at ৮:০৭ পূর্বাহ্ণ

ভালবাসার যেমন রং পাল্টায়

শৈশব, কৈশোর যৌবন

তারপর পরিণতি,

আধুনিক ভাইরাসেরও ধরন পাল্টায়,

করোনা, ওমিক্রন, ডেল্টা কত কি?

অস্থির জীবন, চলমান ভাইরাস।

এ নিয়ে জীবনপাত।

কোভিড ১৯শিখিয়ে দিয়ে গেল,

অন লাইন, নেট, জুমগুগুল মিট,

দিব্যি চলছে দুনিয়া দারি, ওয়েবমিনার, মিটিং।

সময় চলে যায় নিজের মতন করে,

কত প্রিয়জন যে চলে গেল পরপারে।

এই তো জীবন থেমে

থাকে না কিছুই।

পূর্ববর্তী নিবন্ধভ্যাকসিনের বৈশ্বিক সমতা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের হাজার বছরের কৃষ্টি সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে প্রস্তাবনা