এই আনন্দ ম্লান হওয়ার নয়

| বুধবার , ৩০ ডিসেম্বর, ২০২০ at ৮:৪৬ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো কিংবদন্তি সংগীত তারকা প্রিন্স মাহমুদের সুরে গাইলেন সংগীতশিল্পী কৃষ্ণকলি। গানটি তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আতর’র জন্য। সিনেমাটির সূচনা সংগীত হিসেবে ব্যবহৃত হবে এ গান। একটা গন্ধ জড়ায়ে থাকে/একটা শব্দ কষ্ট হয়ে বাঁচে/বুকের ভিতর ফাঁকে-এমন কথার গানটি লিখেছেন এনামুল কবির সুজন। গত রোববার মগবাজারের জাহিদ বাশার পঙ্কজের স্টুডিওতে এ গানের রেকর্ডিং হয়। প্রিন্স মাহমুদের সুরে প্রথমবার কোনও গান গাওয়ার আনন্দের কথা বাংলানিউজকে জানালেন কৃষ্ণকলি। বললেন, ‘নিঃসন্দেহে এটা আমার জন্য অনেক আনন্দের। প্রিন্সদা আমাদের বাংলা গানের সত্যিকারের প্রিন্স। উনার সুরে গাইতে পারাটা আমার সংগীত ক্যারিয়ারের একটি প্রাপ্তিও বটে। তাই, নিজের মধ্যে বড় ভালোলাগা কাজ করছে। এই আনন্দ ম্লান হওয়ার নয়। তিনি আরও বলেন, আমার কণ্ঠকে চিন্তা করেই গানটির সুর করেছেন প্রিন্স মাহমুদ ভাই। তাছাড়া, তিনি গাওয়ার জন্য ডাকলে তো কোনও প্রশ্ন আর থাকার কথা নয়। বেশ ভালো একটি কাজ হয়েছে। এই গানটির মাধ্যমে দ্বিতীয়বার অন্যের সুরে গাইলাম। অভিজ্ঞতা দারুণ। এর আগে সানী জোবায়ের’র সুরে একটি গান গেয়েছিলাম। কাল বৃহস্পতিবার ঢাকার মুক্তিযুদ্ধ যাদুঘর অথবা পাবলিক লাইব্রেরীতে ‘আতর’ সিনেমাটির প্রথম প্রদর্শনী হওয়ার কথা রয়েছে। পরবর্তীতে দেশ এবং বিদেশের বিভিন্ন ফেস্টিভ্যালে প্রদর্শনীর জন্য পাঠানো হবে বলে প্রযোজক জানিয়েছেন। গীতিকবি-প্রযোজক এনামুল কবির সুজনের কনসেপ্টে ‘আতর’র গল্প এবং সংলাপ লিখেছেন ফারজানা রহমান এবং কৃপা নাহার। চিত্রনাট্য পরিচালনা করেছেন রানা মাসুদ। চিত্রগ্রহণে রিংকন খান। প্রযোজনা এবং পরিবেশনায় রূপকথা প্রোডাকশনস।

পূর্ববর্তী নিবন্ধগতি পাচ্ছে বে টার্মিনাল
পরবর্তী নিবন্ধষষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়সের শর্ত হাই কোর্টে স্থগিত