এইচএসসির রিভিউ আবেদনের ফল প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। গতকাল (২৮ ফেব্রুয়ারি) সকালে বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। রিভিউ আবেদনে ৬ জন আবেদনকারীর ফল পরিবর্তন হয়েছে। শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফল পরিবর্তন হলেও নতুন করে কেউ জিপিএ-৫ পায়নি।
উল্লেখ্য, এইচএসসির প্রকাশিত ফল চ্যালেঞ্জ জানিয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ১ হাজার ৮৮৫ জন শিক্ষার্থী রিভিউ আবেদন করে।